Eiffel Tower In Kolkata || BOC || April -16/04/2022 || 10% Beneficial to @beautycreativity.

in Beauty of Creativity3 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই..? আশাকরি সবাই খুব ভাল আছেন সুস্থ আছেন। আজ গরমটা একটু কম ছিল তাই গিয়েছিলাম কলকাতা ঘুরতে বন্ধুদের সাথে। আমার লেখার জন্য ও আপনাদের সাথে share করার মতো তেমন কিছু ছিল না। তাই মনে হলো কিছু কন্টেন্ট রেডি করার দরকার।

ভ্রমণপিপাসু মানুষ হয়ে থাকলে আপনিও কখনো না কখনো স্বপ্ন দেখেছেন প্যারিসের আইফেল টাওয়ারের পাশে দাঁড়িয়ে একটি সেলফি তোলার। কিন্তু সারা মাসের খরচ করে সাধ থাকলেও আর সাধ্য হয়ে ওঠে না । তবে যদি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল থেকে Eiffel Tower যাওয়ার জন্য খরচ হয় মাত্র 50 থেকে 60 টাকা তাহলে কি অবাক হবেন। তাই আজ আমি সন্ধান দেব কলকাতার ভেতরে আইফেল টাওয়ারের। আশাকরি আপনাদের ভালো লাগবে।

【◆●🎊●◆】

20220416_194909.jpg
ইউরোপীয় দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ার। যা পৃথিবীর সাতটি স্থাপত্যের ভিতরে একটি। এবং যেখানে ঘুরে আসা আমাদের অনেকেরই সাধ্যের বাইরে। ইউনেস্কো ঘোষিত সপ্তমাশ্চর্যের ভিতরের প্রথম সারির দিকে এটি। বিরাট অংকের টাকা ও সময় খরচ করে অনেকেরই সম্ভব হয়না আইফেল টাওয়ার দেখার। স্বপ্নটা স্বপ্নই থেকে যায়।

【◆●🎊●◆】

20220416_192734.jpg

【◆●🎊●◆】

20220416_193017.jpg
তবে স্বপ্নপূরণের স্বাদ নিতে অবশ্যই চলে আসতে পারেন ইকোপার্কে। অনেকটা দুধের স্বাদ ঘোলে মিটানো আর কি।
এখানে ঝাঁ-চকচকে আইফেল টাওয়ার বিশাল আকাশে উঁকি দিচ্ছে। এই আইফেল টাওয়ারটি কলকাতার সল্টলেকে অবস্থিত।

【◆●🎊●◆】

20220416_193441.jpg

আজ আমি ও আমার কিছু বন্ধুরা মিলে গেছিলাম ইকো পার্কে ঘুরতে। ইকো পার্ক নিয়ে অনেক গুলো পর্ব এবং নতুন কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। আশা করি পাশে থাকবেন।

【◆●🎊●◆】

20220416_194851.jpg
এই আইফেল টাওয়ার অনেক উঁচু হলেও নিরাপত্তার খাতিরে বেশি দূর অব্দি ওঠা যায় না। এখানে ওঠার জন্য রয়েছে একটি অত্যাধুনিক লিফট। এবং সন্ধ্যার বেলায় আইফেল টাওয়ারের আলো যে কোন মানুষকে মুগ্ধ করতে বাধ্য। চলুন তাহলে পরপর কিছু ফটো দেখে আসি।

【◆●🎊●◆】

20220416_195006.jpg

【◆●🎊●◆】

20220416_195054.jpg

【◆●🎊●◆】

20220416_195220.jpg

【◆●🎊●◆】

20220416_195450.jpg

【◆●🎊●◆】

20220416_195541.jpg

আজকের পর্ব এ পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভাল লেগেছে পোস্টটি। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।

【◆●🎊 ধন্যবাদ সবাইকে 🎊●◆】

Sort:  
 3 years ago 

আপনার ব্লগের মাধ্যমে কলকাতায় বসে প্যারিসের মজা নেওয়া গেল । অসাধারণ সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি কলকাতার আইফেল টাওয়ারের।

 3 years ago 

ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য

 3 years ago 

It was great to see the Eiffel Tower in Kolkata. The captivating illumination of the Eiffel Tower is remarkable. Thanks bro.

 3 years ago 

Thank you brother...

 3 years ago 

আপনার পোস্টটি আমার খুবই ভালো লাগছে। আইফেল টাওয়ার আসলে খুবই সুন্দর আমি এটির নাম শুনেছি কিন্তু কখনো দেখা হয় নাই। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

সাথে থাকবেন। পুরো কলকাতার অলিগলি ঘুরে দেখাবো আপনাদের। এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96648.24
ETH 2769.90
SBD 0.64