পড়ন্ত বিকেলের বর্ষাস্নাত ক্যাকটাস গাছের কিছু ফটোগ্রাফি।। BOC।। ১০% বরাদ্দ @boc এর জন্য।

in Beauty of Creativity3 years ago

কেমন আছেন আপনারা সবাই...…?

আশাকরি সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমিও অনেক ভালো আছি।

প্রতিদিন নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে।আমি অধিকাংশ সময় বিভিন্ন ফটোগ্রাফি বেশি শেয়ার করি, কারন আমার ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। সামনে ভালো ফটোগ্রাফি করার মত কিছু পেলে তা ক্যামেরাবন্দি করতে একদমই ভুল হয়না।

আজ আমি আপনাদের সাথে আমার বাড়ির ছাদের বৃষ্টি ভেজা কিছু ক্যাকটাস গাছের ফটোগ্রাফি শেয়ার করব তবে কিছু ফুলও হয়তো থাকবে তবে সেটা নামেমাত্র, আশাকরি আপনাদের ভালো লাগবে। যাইহোক আর বেশি কথা না বলে চলুন আজকের পর্ব শুরু করা যাক।

InShot_20220626_162441026.jpg

আমার ছাদে ওঠা হয়না বেশকিছু কাল হয়ে গেছে। বিশেষ করে যে গরম পড়েছে তার জন্য তো একেবারেই না। যদিও সন্ধার পর মনকে প্রশস্তি দেওয়ার মতো হাওয়া বয়, তবে কিছুটা অলসতা এবং সময় স্বল্পতার কারণে সে সুযোগও হয়ে ওঠেনা যে ছাদে গিয়ে বাতাস খাবো।

তবে বেশ কিছুদিন ধরে আমাদের কলকাতায় বৃষ্টি হচ্ছে। কলকাতার একটা ভালো দিক হলো বৃষ্টি হলেই এক ভিন্ন রূপ ধারণ করে এই শহর। মেতে ওঠে সৌন্দর্যের খেলায়, চারিদিক ভরে ওঠে সবুজের সমারোহ। মনে হয় শহরটা আবার নিজের মতো করে গুছিয়ে নিল নিজেকে। ঐরকম একটা দিন ছিলো আজ।

InShot_20220626_162649398.jpg

প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার জন্য আমার বাড়ির ছাদ উত্তম জায়গা। কারণ আমার বাড়ির ছাদে এমন কিছু গাছ লাগিয়েছি যা আমাকে মুগ্ধ করে। তবে আমি এই গাছ গুলোর খুব বেশি যত্ন নিতে পারিনা আমার পরিবারের অন্য সদস্যরা গাছগুলোর দেখাশোনা করে। অনেক দিন পর আমি ছাদে উঠে অবাক হয়ে যাই।

ঠিক এক বছর আগে আমি এই গাছগুলোকে রথের মেলা থেকে কিনেছিলাম। এবং নিয়মিত ফুল ফোটে এই গাছগুলোতে। তবে আজ যতটা মুগ্ধ হয়েছি এর আগে এতটাও ভালো লাগেনি।

InShot_20220626_163336955.jpg

বৃষ্টির জলে স্নান করে নিয়েছে সব গাছগুলো। এবং গাছগুলো কিছুটা ফ্যাকাশে থেকে গাঢ় সবুজ রং ধারণ করেছে। সুতরাং এই মূহূর্তটাকে ক্যামেরাবন্দী করা আমার কাছে খুব প্রয়োজন বলে মনে হয়েছিল। কারণ বৃষ্টিতে স্নান করা গাছের এমন সুন্দর দৃশ্য সচরাচর দেখা যায় না। গাছগুলোর যখন ফটো তুলছিলাম তখন আমার কিছু সময়ের জন্য মনে হল, তারা যেন আমাকে দেখে হাসছে এবং তারা কিছুটা খুশিও। যাইহোক চলুন পরপর কিছু ফটোগ্রাফি দেখে নেওয়া যাক।

InShot_20220626_163834000.jpg

InShot_20220626_163710602.jpg

InShot_20220626_163510037.jpg

InShot_20220626_163111329.jpg

InShot_20220626_162911945.jpg

InShot_20220626_162649398.jpg
Camera 📷: Samsung
Model:M31s.

যাইহোক আজকের পর্ব এপর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটি মন্তব্য আমাকে নতুন এবং ভাল কিছু করার উদ্যোগ যোগায়।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

Tree photography is very beautiful. The photography of the tree is done in a perfect way which looks very beautiful.

 3 years ago 

Thank you brother for this comment 😊

 3 years ago 

Your photography on this flower is very good, I love to see it.

 3 years ago 

Thank you brother 😊

 3 years ago 

You're welcome.

 3 years ago 

😊😊😊

 3 years ago 

very beautiful photography. Nice to see it.

 3 years ago 

Thank you so much 🥰💓

 3 years ago 

Amazing macro photography, your pictures look very detailed. Thank you for sharing with us here. Success always for you

 3 years ago 

Thank you so much my dear friend 😊💗

 3 years ago 

You're welcome

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.25
JST 0.030
BTC 83499.55
ETH 1597.51
USDT 1.00
SBD 0.76