শহরে আবর্জনা ব্যবস্থাপনার অভাব রয়েছে

in Beauty of Creativity5 months ago

trash-can-3755341_1280.jpg
Source

বন্ধুরা আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে শহরের আবর্জনা ব্যবস্থাপনা নিয়ে আসলে কিছু কথা শেয়ার করবো। আসলে শহরের অনেক জায়গা যেমন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে তেমনি শহরের অনেক জায়গায় দেখা যায় নোংরা আবর্জনা। যার কারণে সে রাস্তা দিয়ে চলাচল করা অনেক কষ্ট হয়ে যায়। তাছাড়া রাস্তার আশেপাশে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারণে সেই জায়গাতে গাড়িঘোড়া সঠিকভাবে চলাচল করতে পারো না। আর এখান থেকে নির্গত বিষাক্ত গ্যাস গুলো পরিবেশকে যেমন ক্ষতিগ্রস্ত করে তেমনি আমাদেরকেও অনেক ক্ষতিগ্রস্ত করে থাকে। এই সব গ্যাস পরিবেশে ছড়িয়ে পড়লে জীব বৈচিত্রের অনেক ক্ষতি হয়ে যায়। আমাদের শহরের আশেপাশে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রয়েছে। তবে কয়েকটা জায়গায় আমি দেখেছি আবর্জনা খুব অনিয়ন্ত্রিতভাবে মানুষ ফেলে দেয়। যার কারণে সেই সব জায়গা দিয়ে চলাচল যেমন দুষ্কর। আর যা শহরের সৌন্দর্যকেও ক্ষুন্ন করে। আসলে গ্রাম অঞ্চলে আবর্জনা ফেলার নির্দিষ্ট কোন জায়গা না থাকলেও সেইসব জায়গা অনেক পরিষ্কার থাকে। কিন্তু এতসব ব্যবস্থাপনা করার পরেও শহরের দূষণ কেমন জানি বেশি মনে হয়। আসলে আবর্জনা ব্যবস্থাপনার লোকজন থাকলেও আমরা নিজেরা যদি সচেতন না হই তাহলে কিন্তু এর সমাধান করা সম্ভব নয়। তাই সব থেকে উত্তম কাজ হচ্ছে আমাদের নিজেদের সচেতন হওয়া এবং আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা। সব সময় আমরা সরকারের উপর নির্ভর হয়ে থাকলে হবে না। সরকার সরকারের কাজ করবে আমরা আমাদের কাজ করবো। আবর্জনা ভুল জায়গায় ফেলার ব্যাপারে আমাদেরকেই আগে সচেতন হতে হবে। তাহলে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.032
BTC 91343.59
ETH 2296.33
SBD 0.88