হোস্টেলের জম্পেশ খাওয়া দাওয়া।। BOC।। সেপ্টেম্বর-২৭/০৯/২০২২।।
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন । প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন।সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি।
প্রতিদিন নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে।আমি অধিকাংশ সময় বিভিন্ন ফটোগ্রাফি বেশি শেয়ার করি, কারন ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। সামনে ভালো ফটোগ্রাফি করার মত কিছু পেলে তা ক্যামেরাবন্দি করতে একদমই ভুল হয়না। গতকাল বন্ধুর ইউনিভার্সিটিতে গিয়েছিলাম ঘুরতে এবং সেখানে দুপুরে একদম ফ্রেশ খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। যদিও সবগুলো আইটেম নিরামিষ ছিল কিন্তু খুব সুস্বাদু ছিল। সেই বিষয়ে টুকটাক আলোচনা করব।
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.
বেশ কিছুদিন ধরে আমার এক বন্ধু বার বার করে বলছিল তাদের ইউনিভার্সিটি হোস্টেলে যাওয়ার জন্য। কিন্তু সত্যি কথা বলতে সময় এর স্বল্পতার কারণে যাওয়া হয়ে উঠছিল না। কিন্তু সে বললো তুই তো রেগুলার আমিষ খাস, একদিন নিরামিষ খেয়ে দেখতে পারিস আমাদের হোস্টেলে এসে। অনেকটা জোর করে নিয়ে গেল আমাকে। এবং দুপুরের খাবারের আয়োজন করল।
বিশ্বাস করবেন কিনা জানি না। আমি এর আগে এত ভালো নিরামিষ কোনোদিন ও খাইনি।
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.
প্রথমেই তো খাওয়া শুরু হলো লুচি আলুর দম দিয়ে। আমরা নরমালি ঘরে যে লুচি গুলো বানিয়ে খাই এগুলো তার থেকে আলাদা, কারণ এর ভিতর এক ধরনের ডালের পুর দেওয়া ছিল এজন্য এর টেস্ট অনেক গুনে বেড়ে গিয়েছিল। তারপর দেওয়া হলো রুটি সবজি এবং সাদা ভাত। যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল। এবং সবশেষে সয়াবিনের কি যেন একটা আইটেম দিয়ে গিয়েছিল। তবে সেটা আমার খুব বেশি একটা ভালো লাগেনি। তবে বাকি আইটেমগুলো খুব সুন্দর ছিল।
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.
যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Thank you for your support... Stay connected