কোন কাজ গুছিয়ে করলে নিজের মধ্যেও ভালো লাগে।

in Beauty of Creativity5 months ago

laptop-7723139_1280.webp

Source

বন্ধুরা, আজকের এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে লাইফের একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। আসলে আমাদের জীবনে ব্যস্ততার কারণে আমরা নিজেকে অনেকটা অগোছালো করে ফেলি। তবে আমরা যদি নিজেকে একটু গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ করার শক্তি অনেক বৃদ্ধি পায়। আমরা অনেক সময় নিজেদের জিনিসপত্র গুছিয়ে রাখি না। কিন্তু আমরা যদি সেগুলো গুছিয়ে রাখি সেগুলো যেমন দেখতে ভালো লাগে।আর সেগুলো দেখার পরে মনের ভিতরেও অনেকটা শান্তি অনুভব হয়। তবে আমরা আমাদের নিত্যদিনের কাজগুলো অধিকাংশ মানুষই সুন্দরভাবে করি না। সেই কারণেই আমাদের এনার্জি অনেক কম হয়। অনেক গবেষণায় দেখা গেছে কোন কাজ যারা গুছিয়ে করে এবং সুন্দরভাবে করে তাদের মনও ভাল থাকে।আর তারা যেটা বাইরে দেখতে পায় তাদের মনের ভেতরেও সেরকম রিঅ্যাকশন হয়। আর যারা এলোমেলো ভাবে কাজ করে কোন কাজ গুছিয়ে করতে পছন্দ করে না। তাদের মনের ভেতরেও অনেকটা অশান্তি থাকে ‌। আসলে তাদের ভিতরে যা কিছু রয়েছে তাদের কাজে মাধ্যমেও অনেকটা প্রকাশ পায়। এই ব্যাপার গুলো অনেকের মধ্যেই দেখা যায়। আসলে এই দিক দিয়ে ছেলেরা একটু কম গুছিয়ে থাকে। তবে মেয়েরা সবকিছু অনেক সুন্দর করে গুছিয়ে রাখতে পারে।তবে ছেলে অথবা মেয়ে আমাদের সবারই উচিত সবকাজ সুন্দর গুছিয়ে করা।আর গুছিয়ে কোন কাজ করলে তার সৌন্দর্য যেমন ভালো লাগে তেমনি তা আমাদের জন্যই ভালো। তাই আমাদের সবারই উচিত সব কাজ গুছিয়ে সুন্দর করে করা। আর এগুলো আমাদের লাইফস্টাইলকে উন্নত করতে অনেক সাহায্য করবে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.032
BTC 91343.59
ETH 2296.33
SBD 0.88