আজকের এই গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়লাম।

in Beauty of Creativity6 months ago

beach-8260614_1280.webp

Source

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তবে অন্যান্য দিন মোটামুটি ভালো থাকলেও আজকের গরমে অনেকটাই অসুস্থ হয়ে গেছি। আসলে সকালবেলা উঠেই একটা কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলাম কলকাতার দিকে। আজকের ওয়েদারটা সকাল থেকেই বেশ বাজে লাগছিলো। তারপরও যেহেতু কাজ ছিল সেই জন্যই চলে গেছিলাম। যাওয়ার সময় একটু অসুস্থ লাগছিলো। তাই যেহেতু একটু গুরুত্বপূর্ণ কাজ ছিল তাই অসুস্থতার কথা পরোয়া না করেই কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ট্রেনে করে যেতে হয় প্রায় ঘন্টাখানেকের মতো সময় লেগে যায় সেখানে পৌঁছাতে। আর ট্রেনে প্রচন্ড ভিড় হয় এই গরম আর ভীড়ের কারণে আরও অবস্থা খারাপ হয়ে গেছিলো। যাইহোক, কোনরকম করে সেখানে পৌছেই খারাপ লাগছিলো। তারপর সেই কাজটা সেরে পুনরায় বাড়ির উদ্দেশ্যে রওনা করি। পুনরায় একই অবস্থা প্রচন্ড গরম আর ভীড়ে অবস্থা খারাপ হয়ে যায়। আমাদের কাছের স্টেশনে নামার সাথে সাথেই মাথা ঘুরে অনেকটা পড়ে যাই। আমি সাধারণত অসুস্থ হলেও মাথা ঘুরে আগে কখনো পরে যাইনি। তবে আজকে অসুস্থতার কারণে আর গরমের কারণে মাথা ঘুরে পড়ে যেতেই হলো। তারপর কয়েকজন লোক সাহায্য করে স্টেশনে কিছুক্ষণ বসিয়ে জল খেতে দিল এবং মাথায় একটু জল দিয়ে দিলো। সেখানে কিছু সময় রেস্ট নেওয়ার পরে একটু ভালো লাগলে আস্তে আস্তে বাড়ি চলে আসি। এই গরমের কারণে আসলে সুস্থ থাকাই অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এরকম ঘটনা গরমের সময় অনেকের সাথেই ঘটে। যাইহোক,এতোটুকুই শেয়ার করার ছিল আজকের এই ব্লগে।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.032
BTC 90148.80
ETH 2267.32
SBD 0.87