পড়ন্ত বিকালে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এর কিছু ফটোগ্রাফি ||VICTORIA MEMORIAL HALL|| EPISODE 2 || BOC || 22/ 03/ 2022 || 10% BENEFICIAL TO @Boc
হ্যালো বন্ধুরা,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ ,সুন্দর এবং ভালোভাবে দিন কাটাচ্ছো । আজ আমি তোমাদের সাথে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এর কিছু ফটোগ্রাফি শেয়ার করবো যেগুলো পড়ন্ত বিকালে তোলা হয়েছিল।পূর্বের এপিসোডে আমি সন্ধ্যার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছিলাম এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সম্পর্কে কিছুটা ধারনা দিয়েছিলাম।
পূর্বের এপিসোড: https://steemit.com/hive-144064/@ronggin/or-or-1-or-or-boc-or-or-18-03-2022-or-or-or-10-beneficial-to-beautycreativity
যাইহোক ,এখন আজকের এপিসোড এর ফটোগ্রাফি গুলো দেখা যাক।
গোধূলির আকাশ রঙিন হয়ে উঠেছে তার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ।শ্বেত পাথরের তৈরি এই ভবনটি উপর পড়ন্ত বিকালের সূর্যের আলো পড়ায় ভবনটি ঝলমল করছে।
বিকেলের রোদ লালচে আভায় মিলিয়ে যাচ্ছে অস্তাচলে ।অন্যদিকে পাখিরা ফিরে যাচ্ছে তাদের নিজ নিজ বাসায়।
আর এই দিকে আমি বসে বসে উপভোগ করছি পড়ন্ত বিকেলের সৌন্দর্য কে। গোধূলি লগ্নের অস্থির সৌন্দর্য আমাকে ওখানে বসিয়ে রাখতে বাধ্য করেছে।
ভিক্টোরিয়া মেমোরিয়াল হল টি যেন পড়ন্ত বিকেলের সূর্য কে ঢেকে রেখে দিয়েছে কিন্তু সূর্যের শেষ আলোটি আকাশকে রঙিন করে রেখেছে।
ভিক্টোরিয়া হল এর মধ্যে সারাদিন অনেক ঘোরাঘুরি শেষে মানুষ যে যার বাড়িতে ফিরে যাচ্ছে।
কৃত্রিম একটি ঝর্ণা দিয়ে অঝোরে জল ঝরে যাচ্ছে। এই পড়ন্ত বিকেলে ঝরনার ফাঁকে ফাঁকে ভিক্টোরিয়া হল টিকে দেখতে অনেক সুন্দর লাগছে।
গাছে বসন্তের ফুল তার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল।
গাছের ফাঁকে শেষ বিকেলের সূর্য একটু উকি মারার চেষ্টা করছে।
শেষ বিকেলের আলো নিভে যাওয়ার অপেক্ষায়।
সূর্যের আলো নিভে গেছে তাই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এর আলোগুলো জ্বলে উঠেছে।
বন্ধুরা পড়ন্ত বিকেলের শেষ সূর্যের আলোয় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল টি দেখতে খুবই সুন্দর লাগছিল ।আশেপাশের পরিবেশ ও মনোরম হয়ে উঠেছিল ।সেই মনোরম পরিবেশ উপভোগ করতে করতে কিছু ফটোগ্রাফি করেছিলাম সেগুলোর আজ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবারই ভাল লাগবে ।প্রতিবারের মতো এবারও আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ক্যামেরা পরিচিতি :SAMSUNG
ক্যামেরা মডেল:SM-M317F
Thank you for sharing some of your photography with us.
Thanks a lot brother
You're welcome.
ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে
ফটোগ্রাফির প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ