আমার প্রিয় একটি স্থানে আড্ডা দিতে গিয়ে তোলা কিছু ফটোগ্রাফি || 19/04/2022 || 10% Beneficial to @BOC
হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও সৃষ্টিকর্তার আশীর্বাদে অনেক ভালো আছি ।
বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করব । আজ বিকালবেলা এই ফটোগুলো তোলা হয়েছে আমার একটি প্রিয় স্থান থেকে । আমি মাঝে মাঝেই বন্ধুদের সাথে , দাদাদের সাথে আড্ডা দিতে চলে যায় এই জায়গাতে।
আমরা যে স্থানে বসে সবাই মিলে আড্ডা দিই সেই স্থানের নির্দিষ্ট একটা নাম রয়েছে । সেই নাম সঠিকভাবে আমার জানা নেই কিন্তু এই জায়গাটা "ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটির
পেছনের দিক" এই নামে আমাদের কাছে পরিচিত।
এটি মোটামুটি ভাবে আমাদের বাড়ি থেকে 10 কিলোমিটার দূরের একটি স্থান । এইখানে আড্ডা দিতে আমাদের বাইকে করে অথবা স্কুটিতে করে আসতে হয়।
ফটোগ্রাফিতে যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে সেগুলো হলো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি এর ।
মাঝে মাঝে বন্ধুদের গ্রুপ নিয়ে আমরা এখানে আড্ডা দিতে চলে আসি এবং অনেক সময় সবাই ব্যস্ত থাকলে আমি আর আমার একটা দাদা বাইকে করে চলে আসি দুজনে এখানে আড্ডা দেওয়ার জন্য।
গরমকাল পড়ার পর থেকেই কোন কোন দিন সন্ধ্যার সময়, কোন কোন দিন রাত 9 টার দিকে ,আবার কোন কোন দিন বিকালে চলে যায় এখানে আড্ডা দেওয়ার জন্য। সত্যি বলতে এখানে এত সুন্দর হাওয়া বয়ে যায় মনটাকে শান্ত করে দেয়। এই জন্য এত দূর থেকে আমরা এইখানে শুধু একটি বিশুদ্ধ হাওয়া পাওয়ার জন্য ছুটে যায় । এখানে বড় একটা জলাশয় রয়েছে এবং চারপাশে অনেক খোলামেলা পরিবেশ রয়েছে ।অনেকটা খোলামেলা পরিবেশ থাকার কারণেই এই জায়গার উপর দিয়ে জোরে জোরে হাওয়া বয়ে যায় সব সময়।
এইখানে এসে কিছু সময় দাঁড়িয়ে থাকার পর শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় । মনের ভিতর একটা শান্তি চলে আসে । প্রকৃতির সাথে একটা কানেকশন এখানে আসার পরে তৈরি হয়ে যায় । এখানে আসার পর প্রতিদিন কমপক্ষে দু'ঘণ্টা প্রকৃতিকে উপভোগ করে একসাথে সবাই মিলে আড্ডা দিয়ে তারপর আমরা বাড়িতে ফিরে যাই।
আজকের বিকেল ছিল সেরকম একটি দিন । আজকের বিকেলে আমি এবং আমার একটি প্রিয় দাদা এখানে আড্ডা দেওয়ার জন্য যাই এবং অনেক সময় আড্ডা দেওয়ার পরে দুজনে বাড়ি ফিরে আসি । আড্ডার ফাঁকে কিছু ফটোগ্রাফি করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম।
বন্ধুরা আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও ।সেইসাথে জানিও ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে । সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য । সবাই ভালো থাকো, সুস্থ থাকো ,সুন্দর থাকো, হাসিখুশি থাকো , নিজের পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকো, সবার জন্য শুভকামনা রইল।
ক্যামেরা পরিচিতি :SAMSUNG
ক্যামেরা মডেল:SM-M317F
twilight atmosphere..three beautiful objects, sky, lake and building👍
Thanks a lot for your valuable comment.
এখানে তো আমিও মাঝে মধ্যে যাই কিন্তু এত সুন্দর কখনো লাগেনি যতটা ফটোতে লাগছে। আর উপস্থাপনা টা চমৎকার হয়েছে। ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য। আমি তোমার সব পোস্ট গুলো খুব মন দিয়ে পড়ি । লেখা গুলোও খুব সুন্দর হয়।
এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
Very nice photography done. And the place where you do your photography seems to be a place very close to you. It is very nice to read your writings on this place.
Thank you so much for making such a nice comment.
Your photocopies have been amazing. Along with the photography, your presentation has been amazing.
Thank you so much brother.
Brother, you have shared some beautiful photography with all of us. I like the scenes a lot
Thank you so much brother. Thank you for your valuable comment.