MOMO খাওয়ার সময় তোলা কিছু ফটোগ্রাফি || 01/ 06/2022 || 10% Beneficial to @boc
হ্যালো বন্ধুরা,
তোমরা সবাই কেমন আছো ? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই অনেক অনেক ভালো আছো।আমিও অনেক ভালো আছি। বন্ধুরা তোমরা সবাই জানো আমি নিয়মিত প্রতিদিন একটি করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করি।আজও তোমাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করব আশা করি সবাই সাথে থাকবে।
কিছুদিন ধরে একটু জব ট্রেনিং নিয়ে ব্যস্ত সময় পার করছি আমি কিন্তু এই ব্যস্ততার মাঝেও ঘোরাঘুরি করতে টাইম এর অভাব হয় না আমার । আজ সন্ধ্যায় জব ট্রেনিং শেষে বাড়ি এসে স্নান করে কিছু সময় রেস্ট করে ভাবি একটু বাইরে থেকে ঘুরে আসি । খিদে পেয়ে গেছিল কিছুটা কিন্তু বাড়ি থেকে কিছু খেতে ইচ্ছা করছিল না ।তাই মনে হলো বাইরে গিয়ে কিছু খেয়ে আসি, আজ খাওয়ার জন্য আমার বাড়ি থেকে মোটামুটি তিন কিলোমিটার দূরে আমার একটি পরিচিত রেস্টুরেন্ট MOMOZING গেছিলাম। সেখানে গিয়ে প্রথমে ফ্রাইড MOMO এবং পরে স্টিম MOMO খাই। ছোটখাটোর মধ্যে রেস্টুরেন্টেটি বেশ ভালো ।এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। মাঝেমাঝেই আমি এখানে আসি বিভিন্ন খাবার খাওয়ার জন্য। যাইহোক momo খেতে খেতে কিছু ফটোগ্রাফি করেছিলাম সেই গুলো এখন তোমাদের সাথে শেয়ার করলাম।
ফ্রাই করা MOMO এর কিছু ফটোগ্রাফি
Camera:SAMSUNG
Model:SM-M317F
Photographer:@ronggin
Date: 01/06/2022
Time: 7.30 pm
Location: Maddamgram
স্টিম করা MOMO এর কিছু ফটোগ্রাফি
Camera:SAMSUNG
Model:SM-M317F
Photographer:@ronggin
Date: 01/06/2022
Time: 7.30 pm
Location: Maddamgram
রেস্টুরেন্টের ভিতরের কিছু ফটোগ্রাফি
Camera:SAMSUNG
Model:SM-M317F
Photographer:@ronggin
Date: 01/06/2022
Time: 7.30 pm
Location: Maddamgram
বন্ধুরা, আজকের শেয়ার করা ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও । তোমাদের কোন ধরনের momo খেতে বেশি ভালো লাগে তা কমেন্ট করে জানাতে পারো। ফ্রাইড momo এবং স্টিম momo এর মধ্যে আমার স্টিম momo সবথেকে বেশি ভালো লাগে । সময় নিয়ে আমার ব্লগটা পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ । সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো ,হাসিখুশি থাকো, নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো, সবার জন্য এই শুভকামনা রইল।
ক্যামেরা পরিচিতি :SAMSUNG
ক্যামেরা মডেল:SM-M317F
Wow, this looks delicious.
It is very tasty to eat.
দারুন কিছু খাবার উপভোগ করার সাথে সাথে খুব সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরলেন। সত্যিই এ ধরনের উপভোগ করতে সবাই পছন্দ করে।
আপনার সুন্দর একটি কমেন্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই
Wow momo photography made my tongue water. It looks very tasty. Momo is very tasty to eat. Great photography.
Thank you so much.
আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখেই তো খেতে ইচ্ছে করছে। মমো আমার খুবই পছন্দের আর এটা খেতে খুবই সুস্বাদু হয়।
খুবই লোভনীয় একটি খাবার দেখলেই খেতে ইচ্ছা করাটা অনেকটাই স্বাভাবিক । মাঝে মাঝে ইচ্ছা হলে অবশ্যই টেস্ট করে দেখবেন। বাড়িতে বানিয়ে অথবা দোকান থেকে কিনে খেতে পারেন।
As usual your photography is so beautiful.... Thank you for sharing with us this beautiful view
Thank you so much brother.