বাড়ির গাছের পেয়ারার কিছু ফটোগ্রাফি
বন্ধুরা,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও মোটামুটি ঠিক আছি। |
---|
আজকের নতুন একটি ব্লগে প্রথমে সবাইকে স্বাগতম জানাই। আজকের ব্লগে আমি তোমাদের সাথে একটি ফলের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। ফলটির নাম হল পেয়ারা। আমাদের ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে। গাছগুলোর মধ্যে বেশ কিছু ফলের গাছও রয়েছে। ফলের গাছগুলোর মধ্যে সবথেকে যে বড় গাছটি রয়েছে তা হল পেয়ারা গাছ। এই পেয়ারা গাছে গত তিন বছর ধরেই ফল হয়ে আসছে। এই গাছের পেয়ারাগুলো খুব বড় হয় সেটা বলবো না তবে মোটামুটি সাইজের হয়ে থাকে। এই গুলো খেতেও মোটামুটি ধরনের। আমরা যেমন এক্সপেক্টেশন রেখে গাছটি লাগিয়েছিলাম সে অনুযায়ী ফলগুলো আমরা পাইনি। যাইহোক তারপরও নিজেদের গাছ বলে কথা যখন ফল আসে তখন দু-একটা খাওয়ার সুযোগ হয় অন্তত। কয়েকদিন আগে ছাদে হাঁটাহাঁটি করার সময় এই গাছের কাছে গিয়ে ফলগুলো দেখছিলাম । তখন দেখলাম বেশ ভালই ফল ধরেছে এই গাছটিতে। যদিও ফলগুলো খাওয়ার উপযুক্ত ছিল না তাই ফলগুলো খেতে না পেরে ভাবলাম ফলগুলোর কিছু ফটোগ্রাফি করে রাখি যা সবার সাথে পরে শেয়ার করতে পারব। সেদিন তুলে রাখা সেই ফটোগ্রাফিগুলো এখন তোমাদের সাথে শেয়ার করলাম।
পোস্ট বিবরণ
ডিভাইস | Samsung Galaxy M31s |
---|---|
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, নর্থ ২৪ পরগনা। |
আপনার এ পেয়ারা গুলোর ফটোগ্রাফি দেখে আমার ভীষণ খেতে ইচ্ছা করতেছে। পেয়ারা খেয়েছি কিছুদিন হয়েছে। আপনি পেয়ারা গুলি খুব চমৎকারভাবে ফটোগ্রাফি করেছেন।
ফটোগ্রাফি গুলার প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।