অনেকদিন পর বন্ধুর সাথে পিৎজা আড্ডা
নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, তোমাদের সাথে অধিকাংশ সময় আমার ফটোগ্রাফি মূলক পোস্ট বেশি শেয়ার করা হয়। তবে আজকে একটা লাইফ স্টাইল রিলেটেড পোস্ট শেয়ার করব। তোমাদের আগেও বলেছি হয়তো, আমি পিৎজা খেতে অনেক বেশি ভালোবাসি। আমি নিজেও বাড়িতে অনেক বার এই পিৎজা গুলো বানিয়ে খাই। আবার অনেকবার আমার ফেভারিট ডমিনোজএ গিয়েও এই পিৎজাগুলো খেয়ে থাকি। আজকে বিকেলে আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল ফোন। সে একচুয়ালি পড়াশোনার জন্য ভোপালে থাকে। আমাদের এই বারাসাতে সে খুব বেশি সময় এখন থাকে না। আজ হঠাৎ করে সে ফোন দিয়ে গল্প করতে করতে বের হওয়ার কথা বলে। তার এই বের হওয়ার কথা শুনে আমি তাকে বলি ডমিনোজে গিয়ে একসাথে পিৎজা খেতে খেতে আড্ডা দেওয়া কথা।
আমার এক কথায় সে রাজিও হয়ে যায়। আমাদের প্ল্যান অনুযায়ী বিকালের কিছুটা পরে আমি এবং আমার বন্ধু বেরিয়ে যাই আমাদের নিকটবর্তী ডমিনোজ আউটলেটে। সেখানে আজকে ভিড় কমই ছিল। তারপর দুই বন্ধু মিলে আলোচনা করি কি পিৎজা খাওয়া যায়। আমি আমার জন্য একটা অনিয়ন পিৎজা নি আর আমার বন্ধু তার জন্য একটি ক্যাপসিকাম পনির অনিয়ন পিৎজা অর্ডার করেছিল। দুজনের জন্য দুই রকমের পিৎজা অর্ডার করলেও আমরা শেয়ার করেই খেয়েছিলাম। আমরা প্রায় ৩০ মিনিটের মতো সময় সেখানে পিৎজা খেতে খেতে আড্ডা দি। অনেকদিন পর বন্ধুর সাথে আড্ডা দিয়ে অনেক ভালো লাগছিল। সুন্দর একটা ভালো সময় কাটাই আমারা আজকের দিনটা। এতোটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
স্থান: মধ্যমগ্রাম , নর্থ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
Delicious pizza photography. Have fun.
Thanks for your valuable comment.
পিজ্জা দেখে লোভ সামলাতে পারছিনা ভাইয়া।
পিজ্জা এমনই জিনিস আপু যা দেখে লোভ সামলানো যায় না। হিহি🤭🤭🍕🍕
I see from the picture you show that your food is really delicious.
Thanks for your comment brother.
https://twitter.com/ronggin0/status/1762936531914993873?t=3bHizVTxS_uM7AtWnQVdQA&s=19