সমুদ্রের তীরে পড়ে থাকা নোঙর -এর ফটোগ্রাফি।
নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আমিও মোটামুটি ভালো আছি। আজকের ব্লগে তোমাদের সাথে সমুদ্রের তীরে পড়ে থাকা নোঙর -এর ফটোগ্রাফি শেয়ার করব। |
---|
"নোঙর" এই জিনিসটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত আছি। ছোট-বড় সবরকম জাহাজ, ট্রলার, নৌকা সবকিছুতেই এই নোঙর দেখা যায়। এগুলো ছোট বড় বিভিন্ন সাইজের হয়ে থাকে। জাহাজে সাধারণত অনেক বড় বড় নোঙর থাকে। সেই তুলনায় ট্রলার অথবা নৌকায় অনেকটা ছোট নোঙর দেখা যায়। আজকের ফটোগ্রাফিতে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হল জাহাজের নোঙর। এইগুলো সমুদ্রের তীরে ফেলে রাখার কি কারণ ছিল প্রথমে আমি সেটা বুঝতে পারছিলাম না । যদিও আমি পরে সেটা বুঝতে পেরেছিলাম। আমরা সমুদ্রের তীরে হাঁটাহাঁটি করার সময় এটা দেখতে পেয়েছিলাম। "মৌসুনি আইল্যান্ড" নামক একটি জায়গায় আমি বন্ধুদের সাথে বেশ কয়েক মাস আগে ঘুরতে গেছিলাম। সেখানে গিয়ে একটি জায়গায় এই নোঙর দেখার সুযোগ হয়েছিল আমার। জোয়ারের সময় জল যখন তীরের অনেকটা কাছে চলে আসে তখন আশেপাশে থাকা ট্রলার গুলোকে এই নোঙরের সাথে বাঁধা হয়, সেই জন্যই এগুলোকে এখনে রাখা হয়েছিল। এখানে গিয়ে কয়েকটি জায়গায় এমন ফেলে রাখা নোঙর দেখেছিলাম আমি। এগুলোর বেশ ভালো ফটোগ্রাফি করা যেত কিন্তু আমি যে সময়টাতে সেখানে পৌঁছেছিলাম সূর্যের আলো অনেকটা নিভে গেছিল । সেই জন্য ফটোগ্রাফি খুব একটা ভালো করতে পারিনি। তারপরও যে ফটোগ্রাফিগুলো করেছিলাম সেগুলোই শেয়ার করলাম আজ তোমাদের সাথে।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
স্থান : মৌসুনি আইল্যান্ড , ওয়েস্ট বেঙ্গল ।
সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন। ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।