ময়না পাখির কিছু ফটোগ্রাফি

in Beauty of Creativitylast year (edited)

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আমিও ভালো আছি।

আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে ময়না পাখির কিছু ফটোগ্রাফি শেয়ার করব। প্রকৃতিতে খুব কম সংখ্যক পাখি রয়েছে যারা অনেকটা মানুষের মত কথা বলতে পারে। এটা তোমরা সবাই জানো কিনা তা আমি ঠিক জানিনা, তবে আমি নিজে এরকম অনেক পাখি দেখেছি যারা মানুষের মত কথা বলতে পারে। এই পাখিগুলোর মধ্যে শালিক পাখি, ময়না পাখি, টিয়া পাখি অন্যতম। আসলে এই পাখিগুলোকে কথা বলা শেখানো হয়। তাদের অনেকবার অভ্যাস করানোর ফলে তারা শেখানো কিছু কিছু কথা বলে থাকে। আর এসব পাখিদের এই কথা শুনতে বেশ ভালই লাগে। যাইহোক, আমি বেশ কিছুদিন আগে যখন বাংলাদেশ ভ্রমনে ছিলাম তখন কোনো একদিন খুলনা শহরে ঘোরাঘুরির সময় একটা জায়গায় আমি এই ময়না পাখি দেখতে পাই। পাখিটি পুষে ছিল একটা ছোট চায়ের দোকানের মালিক। সেই দোকানে গিয়ে চা খাওয়ার সময় ওই পাখি হঠাৎ করে কথা বলে ওঠে যা আমাকে বেশ অবাক করে দিয়েছিল । সেই সময় তার কিছু ফটোগ্রাফি করেছিলাম যা এখন তোমাদের সাথে আমি শেয়ার করলাম।

20231229_125117.jpg

20231229_125120.jpg

20231229_125106.jpg

20231229_125102.jpg


ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
স্থান: খুলনা, বাংলাদেশে ।





বন্ধুরা, ময়না পাখির শেয়ার করা কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো টা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

অনেক দিন পর ময়নাপাখি দেখলাম। খুব সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো।

 last year 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনাকেও ধন্যবাদ কমেন্ট করে পাশে থাকার জন্য দাদা।

 last year 

ময়না পাখি সত্যি অনেক সুন্দর। কিছু দিন আগে আমি চিড়িয়াখানা গিয়ে ময়না পাখির সাথে কথা বলেছি।সে বেশ চালাক যখনি ছবি তুলতে ধরি তখনি সে সরে যায়।অনেক ভালো লাগলো আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন ধন্যবাদ।

 last year 

কিছু দিন আগে আমি চিড়িয়াখানা গিয়ে ময়না পাখির সাথে কথা বলেছি।

এই বিষয়টা জেনে অনেক ভালো লাগলো ভাই।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.24
JST 0.030
BTC 81979.25
ETH 1618.09
USDT 1.00
SBD 0.82