গঙ্গা নদীর কিছু ফটোগ্রাফি ● ● [Beauty of creativity]

in Beauty of Creativity6 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগটিতে তোমাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। আসলে ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। কোথাও গিয়ে ফটোগ্রাফি করার সুযোগ হলে সেই সুযোগ আমি হাতছাড়া করি না। আজকে তোমাদের সাথে গঙ্গা নদীর কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। আসলে কয়েক মাস আগে একটা বিশেষ কারণে গঙ্গার একটি ঘাটে আমি গেছিলাম। গঙ্গার ঘাটে গেলে আসলে নদীর খুব সুন্দর সৌন্দর্য উপভোগ করা যায়। আমি অনেকবার অনেক গঙ্গার ঘাটেই গেছি। আসলে যতবারই গঙ্গার ঘাটে যাই না কেন একটা অন্যরকম অনুভূতি কাজ করে। কিছু সময় গঙ্গার ঘাটে দাঁড়িয়ে গঙ্গার বিশালতাকে উপভোগ করা হলে নিজেকে তার মধ্যে হারিয়ে ফেলতে ইচ্ছে করে। যাইহোক,আমি দুপুরের সময়টাতে এই গঙ্গার ঘাটে গেছিলাম সেদিন রোদের তাপমাত্রাও বেশ ছিল। তবে একটা বেশ হাওয়াও পাওয়া যাচ্ছিলো। যাইহোক, সেদিন গঙ্গার ঘাটে গিয়ে কিছু ফটোগ্রাফি করেছিলাম। সেখান থেকে কিছু ফটো আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে শুধু তোমরা গঙ্গা নদীর দৃশ্যটাকেই দেখতে পাবে। তোমাদের সাথে অন্য আরেকটি ব্লগ শেয়ার করবো যেখানে তোমরা আশেপাশের আরও অনেক ফটোগ্রাফি করেছিলাম সেগুলো সেখানে থাকবে। যাইহোক, তাহলে আর কথা না বাড়ি আজকের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

20240714_102535.jpg

20240714_102537.jpg

20240714_102531.jpg

20240714_101245.jpg

20240714_101247.jpg

20240714_101516.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীলাইফ স্টাইল
ডিভাইসSamsung Galaxy M31s
photographer@ronggin
locationনৈহাটি, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকের এই ব্লগ টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 6 months ago 

দাদা আপনার শেয়ার করা গঙ্গা নদীর ফটোগ্রাফি গুলো আমার বেশ ভালো লেগেছে দেখে। অনেক ধন্যবাদ।

 6 months ago 

আমার শেয়ার করা এই ফটোগ্রাফিগুলো যে আপনার কাছে বেশ ভালো লেগেছে, সেটা জেনে খুব খুশি হলাম আপু আমি।

 6 months ago 

আপনার এই সুন্দর ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। পরবর্তীতে আরো ভালো কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করবেন।

 6 months ago 

ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.22
JST 0.031
BTC 78942.57
ETH 2118.56
USDT 1.00
SBD 0.65