রজনীগন্ধা ফুলের ফটোগ্রাফী । (10% BOC)

in Beauty of Creativitylast year
হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব। কমিউনিটির সকলে কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদের সাথে রজনীগন্ধা ফুলের ফটোগ্রাফী শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।

পুরো বিশ্বে বিভিন্ন প্রজাতির ফুল আছে তার মধ্যে রজনী গন্ধ অন্যতম।আমরা যদি ফুলের বিষয় কথা বলতে যায় তবে রজনী গন্ধা ফুলের নাম এমনিতেই মুখ দিয়ে চলে আসবে।এই ফুলের কয়েকটা প্রজাতি আছে তার মধ্যে এই ফুলটি হলো অন্যতম।এই ফুল দিয়ে বিভিন্ন ধরনের আলোক সজ্জার কাজ সম্পূর্ণ করা হয়।এই ফুলটি হলো আমাদের ঐতিহ্যের একটি বাহক।রজনীগন্ধা ফুলের যদি সঠিক ভাবে পরিচর্যা করা হয় তাহলে অতি দিয়ে আমরা অর্থনৈতিক ভাবে অর্থ ও উপার্জন করতে পারবো।যাতে করে আমরা পারিবারিক সচ্ছলতার দিকে অগ্রসর হতে পারবো।


রজনীগন্ধা ফুল বাংলাদেশের প্রায় সর্বত্রই দেখতে পাওয়া যায়।শহর অঞ্চলের থেকে গ্ৰাম অঞ্চলে এই ফুল বেশি দেখতে পাওয়া যায়।গ্ৰামের প্রতিটি বাড়িতেই রজনীগন্ধা ফুলের গাছ দেখতে পাওয়া যায়। অনেকেই বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই ফুল বাড়িতে গেটের সামনে লাগায়, আবার কেউ কেউ বাড়ির ভিতরে ফাঁকা স্থানে এই ফুলের গাছ লাগায়, তাতে বাড়ির সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায়।আবার গ্ৰামের অনেক মানুষ রজনীগন্ধা ফুলের বাগান লাগিয়ে বাজারজাত করে থাকে।এতে করে তাদের অর্থনৈতিক চাহিদা পূরণ হয়।

অন্যান্য ফুলের থেকে রজনীগন্ধা ফুলের সুবাস অনেক বেশি সুন্দর, আমার কাছে রজনীগন্ধা ফুলের সুবাস অনেক বেশি ভালো লাগে। রজনীগন্ধা ফুল মূলত তার সুবাসের কারণেই সকলের কাছে অনেক বেশি প্রিয়।এই রজনীগন্ধা ফুল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান এবং বাড়ি সাজানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে বিয়ের সময় দেখা যায় বরের গাড়ী সাজানোর কাজে এই রজনীগন্ধা ফুল ব্যবহার করা হয়ে থাকে, আবার কোনো অনুষ্ঠানে বিশেষ অতিথিদের কে বরণ করে নেয়ার জন্য এই রজনীগন্ধা ফুল ব্যবহার করা হয়ে থাকে।তাই বাংলাদেশে রজনীগন্ধা ফুলের ব্যপক চাহিদা রয়েছে।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

DeviceRedmi 10C
Camera48 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করলাম। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।
Sort:  
 last year 

রজনীগন্ধা ফুলের কালার টি আমার অনেক ভালো লেগেছে। এই কালারটি আমার খুবই পছন্দের একটি কালার। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।

 last year 

বেশ দারুন কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আসলে চমৎকার ফটোগ্রাফি গুলো দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। যখন মুগ্ধ হই তখন অনেক বেশি ভালো লাগে। আসলে ফটোগ্রাফি গুলো করতে আমিও খুব ভালোবাসি। মুগ্ধ হলাম আপনার ফটোগ্রাফি দেখে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 83404.52
ETH 1567.16
USDT 1.00
SBD 0.79