ডালিম ফুল এবং ডালিমের ফটোগ্রাফী (10% BOC)
ডালিম ফল বর্তমান বাংলাদেশের একটি জনপ্রিয় ফল।ডালিম ফলের সাথে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সুপরিচিত, ডালিম ফল চিনে না এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না।আসলে ডালিম ফল দেখতে হুবহু পেয়ারার মতো।ফলটি দেখতে যেমন সুন্দর, খেতে ও তেমনি সুস্বাদু। বাংলাদেশের প্রায় সর্বত্রই এই ডালিম ফল দেখতে পাওয়া যায়।তবে শহর অঞ্চলের থেকে গ্ৰাম অঞ্চলে এই ডালিম ফল বেশি দেখতে পাওয়া যায়।গ্ৰামের প্রায় প্রতিটি বাড়িতেই এই ডালিম ফলের গাছ দেখতে পাওয়া যায়। অনেকেই বাড়ির একপাশে ডালিমের বাগান লাগিয়ে বাজারজাত করে থাকে, এতে করে অর্থনৈতিক ভাবে লাভবান হয়।
আর গ্ৰাম অঞ্চলে যে ডালিম গাছ গুলো দেখতে পাওয়া যায়, তার অধিক গাছে বারোমাসে ডালিম ফল উৎপন্ন হয়, এতে করে যারা ডালিম বাগান লাগিয়ে বাজারজাত করে তারা অনেক বেশি লাভবান হয়ে থাকে।আর যারা শুধুমাত্র খাওয়ার জন্য বাড়ির এক পাশে গাছ লাগিয়েছেন, তারা সারা বছর ওই গাছ থেকে ডালিম ফল খেতে পারেন।বারো মাসী ডালিম গাছ গুলোতে দেখা যায়, এক বার ফল শেষ হতে না হতেই আবার নতুন করে মুকুল চলে আসে গাছ গুলোতে।তাই একবার শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই আবার নতুন ডালিম খেতে পারা যায়।
আর ডালিম গাছে যখন মুকুল চলে আসে, তখন ডালিম গাছের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায়।আর ডালিম ফলের মুকুল গুলো রক্তের মতো লাল।যখন সম্পূর্ণ গাছের মধ্যে মুকুল বেরিয়ে ভর্তি হয় তখন ডালিম গাছ গুলো দুর থেকে দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি আমার বাসার একটি ডালিম গাছ থেকে ডালিম ফুল, এবং ডালিম ফলের ফটোগ্রাফী সংগ্রহ করেছি, নিম্নে তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
ধন্যবাদ
Device | symphony z16 |
---|---|
Camera | 16 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
https://twitter.com/Riyad9424187819/status/1733496940699300348?t=q5ik4pMpTrGJldJgBUhHOg&s=19
Pomegranate fruit is my favorite. Thank you very much to see the photography of pomegranate fruit.
Thank you buddy
আপনি তো খুব চমৎকারভাবে ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।