গোলাপগ্রাফি|| গোলাপের সৌন্দর্য 🌹🌹
আমি @nacim-rana
আশা করছি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।চলুন আপনাদের সাথে কিছু গোলাপের ছবি শেয়ার করি।
গোলাপ 🌹 চিত্র |
---|
পৃথিবীতে ফুলের চেয়ে সুন্দর কোনো কিছু নেই।এজন্য সবসময় বলা হয় ফুলের মতো সুন্দর। আর সেই সৌন্দর্যের রাজ্যের একচ্ছত্র অধিপতি গোলাপ।গোলাপ আর সুন্দর একই কথা।নর্মালি যেকোনো ফুলই আমাদের চোখ আটকিয়ে দেয়।সেখানে গোলাপের সৌন্দর্য সম্বন্ধে কিছু বলার অপেক্ষা রাখেনা।
আর সেগুলো যদি হয় লাল, হলুদ,সাদা,গোলাপী রঙের তাহলে তো কথাই নেই!সুন্দরের রাজ্যে আপনাদের স্বাগত জানাচ্ছি এজন্য।ফুলগুলো আমাদের কলেজ রোজ গার্ডেনের। আমাদের কলেজে ৩ টি রোজ গার্ডেন আছে।এটি আমাদের হোস্টেলের সাথে।
আজ সকালে গিয়েছিলাম বাগানে ।দেখলাম বাগান পরিচর্যাকারীরা বাগানের যত্ন নিচ্ছে।পাশ দিয়ে যাওয়ার সময় একটুখানি ভেতরে গিয়েছিলাম।তারপর যা হলো সেগুলো তো ক্যামেরাবন্দীই হয়ে গিয়েছে।
চলুন ফুল ভালোবাসি।ফুলের সৌন্দর্যকে হৃদয়ে ধারণ করে পৃথিবীটাকে ফুলের মতো সুন্দর করার প্রয়াস নিই।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | গোলাপচিত্র |
---|---|
ক্যামেরা | Redmi Note 9 Pro |
পোস্ট তৈরি | @nacim-rana |
লোকেশন | রাজবাড়ী, বাংলাদেশ |
দেখা হবে নতুন কোনো পোস্টে ততক্ষণ সবাই ভালো থাকবেন।মূল্যবান সময় দেওয়ার জন্য ভালোবাসা নিবেন।
- Thanks by,,
- @nacim-rana
Just as the rose flower is beautiful to look at, the petals of the rose flower are also very beautiful. These beautiful scenes growing in the midst of nature have fascinated me greatly, you have taken some very beautiful photography.
Thanks for your valuable comment. Take the deepest love.
Your photographs are truly inspiring. I am overwhelmed by this photograph. Thanks for sharing this awesome photography