'বিসমিল্লাহির রাহমানির রাহিম '
🎤হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি আদাব বা নমস্কার। আশা করি তোমরা সকলেই মহান আল্লাহর অশেষ কৃপায় ভাল আছ।আমিও তোমাদের দোয়ায় ভাল আছি। আজ আমি তোমাদের মাঝে একটি কালারফুল আট শেয়ার করব।ভাল লাগলে তোমরা আমাকে আপভোট,কমেন্ট, শেয়ার করতে ভুলবেনা কিন্তু। তাই আর বকবক না করে চলো তাহলে শুরু করা যাক।📝
 |
প্রয়োজনীয় উপকরণ:
ক.একটি হাডবোড
খ.আটপেপার
গ.পেনসিল
ঘ.রাবার
ঙ.কাটারও
চ.সবুজ রঙের পেনসিল।
↪️অংকনের পদ্ধতি↩️ :-
(১)প্রথম ধাপ:পেনসিল দিয়ে একটি আমের নমুনা আঁকি।
(২)দিতীয় ধাপ:আমের যে অংশে বোঁটা থাকে ঠিক তার নিচের অংশে একটু বাকাঁ করি।
(৩)তৃতীয় ধাপ:-এবার বাঁকা অংশের ঠিক উপরে একটি বোঁটা আঁকাই।
আর এভাবে আমি আমার পুরো কালারফুল আট 'আম'এঁকে ফেলি।
🌹পোস্টটি ভিজিট করার জন্য অভিনন্দন। 🌹
পোস্ট বিবরণ:📝
Device | Name |
Android | Walton Primo H10 |
Camera | 16M Dual Camera |
Location | Bangladesh |
Short by | @mdtouhidul |
| Thank | You |
🇧🇩লেখকপরিচিতি: 🇧🇩
আমি মো:তোহিদুল ইসলাম। বাংলাদেশের উত্তরবঙগ জেলা গাইবান্ধা থেকে।পেশায় সামান্য একজন অতি খুদ্র ব্লগার।চেষ্টা করছি আপনাদের সাথে প্রতিদিন কোন না কোন ব্লগ লিখতে। সকলের নিকট দোয়া প্রাত্থি।
Nice work of painting art.
চেষ্টা করেছি মাত্র।