কালারফুল আট||১০% beneficiary to @beautycreativity.

in Beauty of Creativity7 months ago

"হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ।আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। ছবি আর্ট করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তাই আমি প্রায়ই তোমাদের মাঝে আর্ট শেয়ার করে থাকি।আজকে আমি বাংলাদেশের প্রাচীনকালের পানি পথের যানবাহন'নৌকা' আট নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ছবিটি দেখে।

IMG_20240917_194332.jpg

প্রয়োজনীয় উপকরণ:
ক.একটি হার্ডবোর্ড
খ.আটপেপার
গ.পেনসিল
ঘ.রাবার
ঙ. কালো রঙের পেন্সিল
চ. খয়েরি রঙের পেন্সিল
ছ. হলুদ রঙের পেন্সিল
জ. লাল রংয়ের পেন্সিল ও
ঝ. আকাশি রংয়ের পেন্সিল ।

IMG_20240917_194345.jpg

↪️অংকনের পদ্ধতি↩️:

(১) প্রথম ধাপ: পেন্সিল দিয়ে একটি বাঁকা চিহ্ন এঁকে নেই এরপর বাঁকা চিহ্ন দুই পাশে দুইটি রেখা আঁকি, তারপর নৌকাটির নিচে ঢেউ চিহ্ন দেই।

IMG_20240917_194112.jpg

(২) দ্বিতীয় ধাপ: তারপর পেন্সিল দিয়ে নৌকোটির উপরে একটি একটি পালতোলা কাপড় আঁকি। তারপর নৌকোটির উপর ছাউনি দেই।

IMG_20240917_194200.jpg

(৩) তৃতীয় ধাপ: সর্বশেষে এবার কালো রঙ্গের পেন্সিল, হলুদ রঙের পেন্সিল, খায়ের রঙের পেন্সিল, লাল রঙের পেন্সিল এবং আকাশী রংয়ের পেন্সিল এর সাহায্যে ছবিটিতে ভালোভাবে রং করি। রং করা শেষ হওয়ার পরে ছবিটির উপরে আবার পেন্সিল দিয়ে হালকা ভাবে হাত ঘুরাই। আর এইভাবে আমি আমার নৌকা আঁকার পদ্ধতি শেষ করি। তো বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। সবার প্রতি আমার দোয়া রইল। সবাইকে সালাম আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি রইল আদাব। আর হ্যাঁ পোস্টটি ভাল লাগলে অবশ্যই আপ ভোট , শেয়ার, কমেন্ট দিতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।

IMG_20240917_194332.jpg

😐পোস্টটি ভিজিট করার জন্য ধন্যবাদ😐

BoC- line-1.png

পোস্ট বিবরণ:📝

DeviceName
AndroidWalton Primo H10
Camera16M Dual Camera
LocationBangladesh
Short by@mdtouhidul

| Thank | You |

🇧🇩লেখকপরিচিতি:🇧🇩
আমি মো:তোহিদুল ইসলাম। বাংলাদেশের উত্তরবঙগ জেলা গাইবান্ধা থেকে।পেশায় সামান্য একজন অতি খুদ্র ব্লগার।চেষ্টা করছি আপনাদের সাথে প্রতিদিন কোন না কোন ব্লগ লিখতে।

BOC Banner.png

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.25
JST 0.042
BTC 94105.10
ETH 1804.30
USDT 1.00
SBD 0.91