হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। আমার আজকের ব্লগের মূল বিষয় হচ্ছে জামরুল ফুলের ফটোগ্রাফি নিয়ে। আশা করি আমার জামরুল ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে। এই জামরুল ফুল এবং কলি থেকে আর কিছুদিনের মধ্যে ফল ধরা শুরু হয়ে যাবে। জামরুল ফল বেশ জনপ্রিয় এবং সকলেরই সুপরিচিত। ফলটি খেতে অনেক সুস্বাদু এবং আমরা প্রায় সকলেই পছন্দ করে থাকি। এই ফলটি সাধারণত লাল এবং সাদা-সবুজ রঙের হয়ে থাকে। বিশেষভাবে এই ফুলগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে জামরুল ফুল দেখতে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই ছিল আমার আজকের জামরুল ফুলের ফটোগ্রাফি ব্লগ। নতুন কোন ব্লগ নিয়ে আবারো আপনাদের মাঝে ফিরে আসবো। সকলের জন্য শুভকামনা রইল।

Photography | Jamrul Flower |
Camera Used | Handphone |
Model | Vivo-Y20G |
Photographer | @ilias12 |
Many Thanks For Reading My Post.
জামরুল ফুল এভাবে থোকা থোকা দেখতে খুব ভাল লাগে।এবং এই ফলটি কিছু কিছু গাছে সুস্বাদু হয় আবার কোন গাছে একটু সুস্বাদু কম হয়।ধন্যবাদ।
@rumanaafroz আপনাকেও ধন্যবাদ, আপনার সুন্দর মতামতের জন্য।
বাহ! দেখতে খুবই ভালো লেগেছে আপনার শেয়ার করা জামরুল ফুলের ফটোগ্রাফি গুলো।
@samhunnahar Thanks for your compliment