ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচ ড্র

in Beauty of Creativity4 years ago


IMAGE SOURCE
ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে টেস্ট খেলা চলছে। তাদের মধ্যে টোটাল ৫টি টেস্ট ম্যাচ খেলা হবে। লাস্ট ইন্ডিয়ান টিম এবং নিউজিল্যান্ড টিমের মধ্যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন টেস্ট এর ফাইনাল খেলা হয়েছিল এবং তারপরে এই খেলা শুরু হলো। খেলাটি ইংল্যান্ড এর মাটিতেই হচ্ছে।

এই টেস্ট ম্যাচে ইংল্যান্ড এর দিক থেকে অধিনায়কের দায়িত্ব পালন করছে ৰূট এবং ভারতের দিক থেকে বিরাট কোহলি। প্রথমে তাদের মধ্যে টস হয় এবং টসে ইংল্যান্ড অধিনায়ক জিতে যায়। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে থাকে ৰূট । এরপর প্রথম ইনিংস এর ব্যাটিং শুরু হয় এবং ইংল্যান্ড এর ওপেনিং জুটি খুবই খারাপ খেলে।

একজন ওপেনার প্রথম ওভারেই শূন্য রানে বিদায় নিয়ে থাকে এবং অন্যজন কিছুক্ষন খেলে অল্প রান করে আউট হয়ে যায়। ইংল্যান্ডের প্রত্যেক ব্যাটসম্যান প্রায় প্রথম ইনিংসে ২০,২৭,১৪ এইরকম রান করে আউট হয়েছে। একমাত্র ৰূট ৬৪ রানের মোটামুটি একটা ইনিংস খেলে যার ফলে প্রথম ইনিংসে একটু রান ওঠে। প্রথম ইনিংসে ইংল্যান্ড সবকয়টি উইকেট এর বিনিময়ে ১৮৩ রান তুলতে সক্ষম হয় এবং অন্যদিকে ইন্ডিয়ার বোলিং এর দিক থেকে সর্বোচ্চ বুমরাহ ৪ টি এবং সামি ৩ টি উইকেট তুলে নিয়ে থাকে।

ইন্ডিয়া প্রথম ইনিংসে এই রানের ট্রেইল নিয়ে ব্যাট করতে নামে। ইন্ডিয়ার ওপেনিং জুটি রোহিত এবং রাহুল ওপেনে অসাধারণ খেলে থাকে। রোহিত ৩৬ রান এবং রাহুল ৮৪ রানের সুন্দর একটি ইনিংস উপহার দেয় যেটা ১৮৩ রান তুলতে আরো সহজ হয়ে যায়। মাঝখানে জাডেজাও ৫৬ রানের একটা ভালো ইনিংস খেলে যায়। আর বাকি ব্যাটসম্যানরা খুবই কম রান করে আউট হয়েছে যেটা বলার মতো না।

তারপরও এই তিনজনের একটা দারুন ইনিংস খেলার দরুন ইন্ডিয়া সব উইকেট হারিয়ে ২৭৮ রান করে এবং ইংল্যান্ড কে ৯৫ রানের ট্রেইল দিয়ে দেয়। এরপর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড এর প্রায় প্রত্যেক ব্যাটসম্যান কম বেশি দারুন খেলেছে। এর মধ্যে ইংল্যান্ড অধিনায়ক ৰূট সর্বোচ্চ ১০৯ রানের অসাধারণ ইনিংস খেলে যায়।

এর ফলে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৩০৩ রান তুলতে সক্ষম হয় যেটা হইয়েস্ট রান। ২০৯ রানের টার্গেট ইন্ডিয়ার দিকে এসে পড়ে এবং ইন্ডিয়া এই রান চেজ করার জন্য প্রত্যেকে ভালো খেলে। অবশেষে লাস্ট পর্যায়ে খেলা ৫০-৫০ পসিশন এ চলে যায় এবং শেষ পর্যন্ত ম্যাচ ড্র তে শেষ হয়।

ধন্যবাদ:))

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 90209.35
ETH 2282.24
SBD 0.63