বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টি২০ ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে

in Beauty of Creativity4 years ago


IMAGE SOURCE
আজকে চতুর্থ টি২০ ম্যাচ অনুষ্ঠিত হলো এই দুই টিমের মধ্যে। গতদিন তৃতীয় টি২০ ম্যাচ খেলা হয়েছিল এবং সেখানে বাংলাদেশ জিত অর্জন করেছিল। শুধু কালকে বলে নয়, এই নিয়ে টানা ৩টি ম্যাচ উঠে উঠে জিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার সাথে জিতে টি২০ তে ইতিহাস রচনা করলো তারা।

কারণ বাংলাদেশ টিম এর আগে কোনো বড়ো টিম কে হারিয়ে সিরিজ জয় লাভ করতে পারেনি,তাই এইটা তাদের কাছে বিশাল পাওয়া। এখন সামনে হলো টি২০ বিশ্বকাপ খেলা সেই মোতাবেক অস্ট্রেলিয়া টিম এখন দুশ্চিন্তায় ডুবছে। যাইহোক খেলার শুরুতে অধিনায়কদের মধ্যে টস শুরু হয় এবং বাংলাদেশের অধিনায়ক টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে থাকে।

বাংলাদেশের ব্যাটসম্যানদের আজকে প্রত্যেকের নিরামিষ গেছে, কেউ ঠিক করে খেলতে পারেনি। অন্যান্য দিন তাও দুই, একজন ভালো খেলে দেয়, কিন্তু আজকে সবার অবস্থা খারাপ। টি২০ ম্যাচে যেখানে রান রেট থাকার কথা সর্বনিম্ন ৭ এবং সর্বোচ্চ ৯-১০ সেখানে তাদের সর্বোচ্চ রান রেট ৫ করে। তবে অনেকসময় এই রান রেট ৩ এও নেমে গিয়েছিলো।

সৌম্য সরকারের কথা তো বাদেই দিলাম, বিগত ৩টি ম্যাচ আর আজকের ম্যাচ ধরে মাত্র ২২ বলে ১২ রান করেছে। এটা নিঃসন্দেহে ধরা যায় তার ফর্ম একেবারে নেই এবং পরবর্তী লাস্ট ম্যাচেও একই অবস্থা হবে। আজকে একটি ৬ মেরে আউট হয়ে যায়। নাঈম মোটামুটি ২৮ রানের ইনিংস খেলে গেছে।

শাকিব খেলতে পারেনি আর মাহমুদুল্লাহ শূন্য রানে আউট হয়ে যায়। মোটামুটি এই নিয়ে ৩ জনের মতো প্লেয়ার শূন্য রানে আউট হয়ে যায়। ৮-৯ জন ব্যাটসম্যানের একজনেরও ব্যাট থেকে ৩০ রান পর্যন্ত আসেনি, তাহলে রান কি আর ওঠে! ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৪ রান করতে পারে। খুবই খারাপ রান।

অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে পড়ে এই রানের লক্ষ্যে পৌঁছানোর জন্য। তবে সবার ধারণা ছিল এই রানেও অস্ট্রেলিয়া হারবে কারণ এইরকম রানেও অস্ট্রেলিয়া হেরেছে। যাইহোক এই রান তুলতে গিয়েও দম বেরিয়ে গেছে তাদের। অস্ট্রেলিয়ার ক্রিস্টিয়ান ছাড়া আর কেউ খেলতে পারেনি ঠিক করে। এক কোথায় আজকেও বাংলাদেশ জিততে পারতো কিন্তু শুধু হেরেছে একমাত্র সাকিবের বোলিং পারফরমেঞ্চ এর কারণে। খুবই বাজে বল করেছে আজকে।

মুস্তাফিজুর গতদিনের মতো আজকেও ৪ ওভারে ৯ রান এবং দুই উইকেট নিয়েছে যেখানে ২০ ওভারে একটা টিমের জন্য আর কিছু লাগেনা। সেখানে শাকিব একাই ৪ ওভারে ৫০ রান দিয়ে ম্যাচটার ১২ টা বাজিয়ে দিয়েছে। তাদের মধ্যে এখনো একটি টি২০ ম্যাচ বাকি আছে সেটাতে কি করে সেইটা দেখার বিষয়।

ধন্যবাদ:))

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 90209.35
ETH 2282.24
SBD 0.63