ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচে ইন্ডিয়া বড়ো রানের ব্যবধানে জিতেছে

in Beauty of Creativity4 years ago


IMAGE SOURCE
এই টেস্ট ম্যাচটি ১২ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত চলেছে। ইন্ডিয়া এবং ইংল্যান্ড এর মধ্যে আগে একটা টেস্ট ম্যাচ হয়েছে এবং সেটিতে রেজাল্ট সমান সমান মানে ড্র হয়েছিল। যদিও আগের টেস্টটিতে দুই টিমের মধ্যে তেমন কোনো তুলনামূলক ভালো খেলা দেখা যাইনি। তবে এই দ্বিতীয় টেস্ট ম্যাচটি খুবই কন্টেস্ট এর মধ্যে খেলা হয়েছে একপ্রকার।

এই টেস্টটি লন্ডনের লর্ডস মাঠে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড টসে জিতে যায় এবং ফিলডিং করার সিদ্ধান্ত নিয়ে থাকে প্রথমে। খেলা শুরু হওয়ার সময় অনুযায়ী আম্পিয়ার মাঠে আগে প্রবেশ করে যায় এবং পরে ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যান রোহিত এবং রাহুল ব্যাট হাতে ক্রিজে পৌঁছায়।

ওপেনিং তারা এমন ভাবে শুরু করেছে সেটা আর বলার উপেক্ষা রাখেনা, একদম পুরো টেস্ট ম্যাচের মতো খেলেছে। কারণ রোহিত হোক আর রাহুল হোক দুইজনই ওপেনের মারপিট ব্যাটসম্যান কিন্তু এই টেস্টে খুবই ধৌর্য সহকারে খেলেছে এবং যথেষ্ট ভালো রান এসেছে দুইজনের ব্যাট থেকে। রোহিত ৮৩ রানের দারুন ইনিংস উপহার দেয় আর সেই সাথে রাহুল ১২৯ রানের লাজবাব ইনিংস খেলে আউট হয়ে যায়।

পূজারা আগের টেস্ট এর মতো এবারও খারাপ খেলেছে। পরবর্তীতে বিরাট মোটামুটি একটু খেলে যায় এবং তার মতো জাডেজাও একই খেলে যায়। আর বাকি ব্যাটসম্যানদের অবস্থা না বলাই ভালো কারণ কেউ শূন্য এবং কেউ ১ রান করে আউট হয়েছে। ফলস্বরূপ ইন্ডিয়ার প্রথম ইনিংস দাঁড়ায় ৩৬৪ রানে।

ইংল্যান্ড এই রানের ট্রায়াল এর লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যাটিং শুরু করে কিন্তু তাদের শুরুটা ভালো হয়নি, ওপেনিং জুটি ভালো খেলে যেতে পারেনি। খেলার মধ্যে একমাত্র ৰূট ১৮০ রানের অনবদ্য ইনিংস খেলে যায় এবং সাথে বাইরেস্টও ৫৭ রানের ভালো ইনিংস খেলে দেয়। আর বাকি ব্যাটসম্যানরা টুকিটাকি করে ৩৯১ রান তোলে।

দ্বিতীয় ইনিংসে ভারতকে ২৭ রানের ট্রায়াল দেয় ইংল্যান্ড এবং ভারত সেই রান তুলে ইংল্যান্ড কে টার্গেট দেওয়ার জন্য ব্যাট করতে চলে আসে কিন্তু দ্বিতীয় ইনিংসে কেউ ভালোমতো খেলতে পারিনি, পূজারা ৪৫, রাহানে ৬০, আর বোলারের দিক থেকে সামি এবং বুমরাহ দারুন খেলে শেষ পর্যন্ত ইংল্যান্ডকে একটা ভালো রানের টার্গেট দিতে সক্ষম হয়।

ভারত ইংল্যান্ডকে জেতার জন্য ২৭১ রানের টার্গেট দেয়। তবে টার্গেটে সিরাজ এবং বুমরাহ ইংল্যান্ড ব্যাটসম্যানদের দিনের মধ্যেই গুটিয়ে দেয়। সিরাজ ৪ উইকেট এবং বুমরাহ ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডদের দুর্বল করে ফেলে। ইংল্যান্ড মাত্র ১২০ রানে গুটিয়ে যায়। ফলে ভারত ইতোমধ্যে ১-০ সিরিজে এগিয়ে গেলো।

ধন্যবাদ:))

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 90329.45
ETH 2286.75
SBD 0.63