The rainy day photography || boc

in Beauty of Creativity5 months ago
1000001454.jpg

আজ - মঙ্গলবার

২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
অক্টোবর ০৮, ২০২৪ খ্রিষ্টাব্দ

🌺 চলুন শুরু করি 🌺

হিন্দু ভাইদের নমস্কার এবং মুসলমান ভাইদের কে সালাম জানিয়ে আজকের নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি..! আশা করি সবাই শেষ পর্যন্ত পাশে থাকবেন

কয়েক সপ্তাহ আগে বাড়িতে গিয়েছিলাম একটু ঘুরতে এবং আশেপাশে যে এই দৃশ্যগুলো এবং প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে সেগুলোও উপভোগ করতে। তখন আমি কিছু বৃষ্টি ভেজা ফটোগ্রাফি করে রেখেছিলাম আজকে সেই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার চেষ্টা করব। আসলে ফটোগ্রাফি তো সবসময় করতে মন চায় তবে তেমনভাবে সময় করে উঠতে পারেনা কিন্তু আপনাদের জন্য যখন মোবাইলটা নিয়ে ফটোগ্রাফি করতে বের হয় তখন কিন্তু মনের ভেতরে একটা প্রশান্তি কাজ করে যেটা আমার অনেক ভালো লাগে। আমি প্রতিদিন আপনাদের মাঝে নিত্যনতুন ফটোগ্রাফি শেয়ার করতে ব্যর্থ হচ্ছে তবে এখন থেকে ট্রাই করবো সবকিছু নিয়মিত করার । আশা করি আমি আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া পাশে পাব। আচ্ছা আপনারা কে কেমন ফটোগ্রাফি পছন্দ করেন চাইলে কমেন্টে জানাতে পারেন । আমার তো বৃষ্টি ভেজা ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লাগে আর শরৎকাল চলে আসে এই শরৎকালে প্রকৃতি তার নতুন সজ্জিত হবে আর এই সৌন্দর্য দেখার জন্যই আমি অপেক্ষা করছিলাম। শেষ পর্যন্ত যাই হোক এই শরৎকালের দেখা পেয়েছি এখন প্রাণ ভরে ফটোগ্রাফি করব এবং আপনাদের মাঝে শেয়ার করব।

সামনে সরস্বতী পুজো সেই পুজোতে যদি সম্ভব হয় তাহলে গিয়ে কিছু ফটোগ্রাফি করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। সিরাজগঞ্জে শুনেছি অনেক বড় মেলা হয় আমি আশা করি ওই মেলাতে আমি যেতে পারব এবং সেই মেলার দৃশ্যগুলো এবং কোথায় কি হয়েছে সেই সাথে কাহিনী গুলো আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা যদি কেউ সিরাজগঞ্জের মধ্য থেকে থাকেন সেক্ষেত্রে আমার সাথে দেখা করতে পারেন আমি এখন বর্তমানে সিরাজগঞ্জের মধ্যেই রয়েছি । যাইহোক আর বেশি কথা বাড়াচ্ছি না চলুন আজকে দেখে আসি কি কি ফটোগ্রাফি আমি শেয়ার করছি..।

photography 01
1000001451.jpg
photography 02
1000001452.jpg
photography 03
1000001449.jpg
photography 04
1000001453.jpg
photography 05
1000001450.jpg
ব্লগার@emonv
ডিভাইসTecno camon 20 pro
এডিটby Snapseed
শ্রেণী ‌ফটোগ্রাফি

🔚 সমাপ্তি

Screenshot_20240511-225100.jpg

আমার নাম মোঃ ইউনুস আলী ইমন। বর্তমানে আমি সিরাজগঞ্জ মৎস ইনস্টিটিউট এর একজন ছাত্র হিসেবে পড়াশোনা করছি। এছাড়া পরিচয় দেওয়ার মতো এখনো কিছু করে উঠতে পারেনি তবে নিজের ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারের উপরে কাজ চলমান......। আমি নিজেকে ভেঙে চুড়ে নতুন করে আবিষ্কার করতে অনেক পছন্দ করি এবং আমি মানুষকে সাহায্য করতে অনেক ভালোবাসি। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাতে নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি। আপনাকে স্বাগতম আমার সম্পর্কে জানতে আগ্রহী হওয়ার জন্য। ভালোবাসা রইলো অবিরাম সবাইকে 💝।

Bxod1Y9Z4SQvHpXs1WzBaGwb98frHxzWanRUCoG67GmFPibnvc3jNzSEdSiawB2X69vkaocqkcYUEnPHTgjiAiKhatKeryT5Hq2JHfHzu9...1o94pTRcehQFB2kwKFpMfpgFqWaL6XgjzK3hj4mnan8hEFrJGEpjzrn6nX8ib1Pn23B5nZZhzC9tEwPewqYDbvhP32EaiCSVKeEGapxzVqk8UtGkZsuq4DqtA.jpeg

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  
 5 months ago 

Thank you for sharing this photographic content, I liked it.

 4 months ago 

Thank you brother may Allah bless you

 5 months ago 

Where is your twitter promotion post

 4 months ago 

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96556.01
ETH 2826.36
SBD 0.69