কয়েকটি রে ফটোগ্রাফি
বন্ধুরা, Beautiy of Creativity এ অনেকদিন পর পোস্ট করলাম। যদি মাঝখানে প্রায় বছরখানে আমি অনিয়মিত ছিলাম আমার বাংলা ব্লগ বা ব্লগিং চ্যানেলে।
যাইহোক আজ আমি কয়েকটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো আপনাদের মাঝে। সবার ভালো লাগ বে আশা করছি।
গতকালকে সকালে আমি হাঁটতে গিয়ে আমি এই ছবিগুলো তুলেছি। আমি যেখানে থাকি সেখানে পাশে একটি বড় পুকুর আছে নাম টিভির পুকুরকে বরিশালের সবাই এক নামে চেনে। আমি সেই পুকুর পাড়ে হাঁটতে গিয়েই এই ছবিগুলো তুলেছিলাম ।আমার মূল উদ্দেশ্য ছিল যে সকাল বেলা হাটাও হবে এবং কিছু ফটোগ্রাফিও করা হবে যেই চিন্তা সেই কাজ থেকেই আমি আজকে এই ফটোগ্রাফি গুলো পোস্ট করছি।
যাই হোক আর কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের ফটোগ্রাফি পোস্ট:
ফটোগ্রাফি নম্বর এক
ফটোগ্রাফি নাম্বার দুই।
ফটোগ্রাফি নম্বর তিন
ফটোগ্রাফি নাম্বার চার
ফটোগ্রাফি নাম্বার পাঁচ
আমার আজকের একটি ফটোগ্রাফার পোস্ট। পোস্ট টি যারা ভিজিট করবেন অবশ্যই সুন্দর সুন্দর কিছু মন্তব্যের মধ্যে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।