এসো নামাজ এর পথে।

in BDCommunity5 years ago

আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের সাথে নামাজ নিয়ে আলোচনা করবো। কি ভাবে ৫ ওয়াক্ত সালাত আদায় করা যায়? তো শুরু করি।

namaz-big-20190421121955.jpg

Source

প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত আদায় করা আমাদের জ ফরয। সবার ই উচিত ৫ ওয়াক্ত সালাত আদায় করা। আমি যেভাবে করে থাকি সেটা চেস্টা করে দেখতে পারেন।

আমার মূল চিন্তা থাকে ফজর এর নামাজ। কারন আমি অনেকদিন দেখেছি ফজর এর নামাজ মিস গেলে অন্য গুলাও কেমনে কেমনে মিস হয়ে যায়। কিন্তু যেদিন ফজর এর নামাজ পড়তে পারি সেদিন অন্য নামাজ গুলার জন্য আলাদা টান থাকে। আজান শুনলেই নামাজ এর কথা মাথায় এসে যায়। এটা শুরুর দিকে আর কি। এভাবে যখন কস্ট করে ১ সপ্তাহ পড়তে পারবেন দেখবেন পরে এম্নি আর মিস যাবে না খুব একটা। মিস গেলেও সেটা কাযা পরে নিবেন। আমারো মাঝে মধ্যে মিস হয়ে যায় কিন্তু কাযা পরে নেই। এইবার আসি ফজর এর সময় ঘুম এর বেপার টা। হ্যা এটাই সব চেয়ে বড় বাধা প্রথম দিকে। এটার জন্য আমার সাজেস্ট থাকবে একটা এপ। এপ এর নাম Alarmy সমেস্যা নাই আমি লিংক ও দিয়ে দিবো। প্লে স্টোর এ গিয়ে সার্চ দিলেই পাবেন। এটার এলার্ম টা ভালো লাগে কারন চ্যালেঞ্জ পুরন করলেই এলার্ম অফ করা যায়। আর চ্যালেঞ্জ পুরন করতে করতে দেখবেন ঘুম অনেক টা চলে যায়। তখন উঠে নামাজ পরে নিবেন। এলার্ম এপ টা নিয়ে আমি সামনে আরেক্টা পোস্ট করবো। এপ লিংকঃ https://play.google.com/store/apps/details?id=droom.sleepIfUCan তাই যারা যারা পড়বেন বলেও পড়া হয়না নামাজ তারা এইটা ফলো করতে পারেন। আশা করি আপনিও আসতে আসতে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে পারবেন। যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করেন তারা কিভাবে শুরু করেছেন শেয়ার করতে পারেন কমেন্ট এ। আমি অইগুলা নিয়া পোস্ট দিবো যেনো আরে মানুষ নামাজের দিকে আসতে পারে।।

কিছু ভূল হলে ক্ষমার চোখে দেখবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96459.90
ETH 2752.56
SBD 0.67