বাটিকঃ দুই রং এর চুন্দ্রি বাটিক।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আমার বাংলা ব্লগের সকলকে জানাই শুভেচ্ছা।

আশাকরি সাবাই ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। ইতোমধ্যে আপনারা অনেকেই জেনে থাকবেন,বিভিন্ন ধরণের হাতের কাজ করতে আমি ভিষণ পছন্দ করি। সেরকম একটি ব্লগ আজ শেয়ার করবো। অনেকদিন কোন বাটিকের পোস্ট দেওয়া হয় না। তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চুন্দ্রি বাটিক করা হয়। একাজ করতে আমি বেশ পছন্দ করি। নিজের জন্য আমি বিভিন্ন ডিজাইনের বাটিক করে থাকি। তা জামায় কিংবা বিছানার চাদরে। আজ আমি ভ্যাট রং দিয়ে কিভাবে কাপড়ে দুই রং এর চুন্দ্রি বাটিক করা যায় তা দেখানোর চেষ্টা করবো। এ কাজ করার জন্য আমি দুই রং এর ভ্যাট রং, সাথে কস্টিক ও হাইড্রোজ ব্যবহার করেছি। এখন আমি দুই রং এর চুন্দ্রি বাটিক কিভাবে করা হয় তা আপনাদের সাথে ধাপে ধাপে তা শেয়ার করবো। তাহলে শুরু করা যাক,আশাকরি ভালো লাগবে আপনাদের।

1.jpg

উপকরণ সমূহ

29.jpg

22.jpg

20.jpg

উপকরণপরিমাণ
সাদা সুতি কাপড়১/২ গজ
সবুজ ভ্যাট রং-১তোলা
কস্টিক২ তোলা
হাইড্রোজ-২ তোলা
হ্লুদ ভ্যাট রং১তোলা
পানিপরিমাণ মতো
পলিথিন১ টি
তুথপিক অথবা কাঠিএকটি
মোটা সুতা১/২ গজ
চিকন সুতাপরিমাণ মতো\

বাটিক করার পদ্ধতি

১ম ধাপ

27.jpg

প্রথমে সুতি কাপড়টি সাবান পানি দিয়ে মাড় মুক্ত করে নিতে হবে।এরপর কাপড়টিকে ছবির মতো করে চার ভাজ করে নিতে হবে।

২য় ধাপ

26.jpg

ছবির মত করে পেন্সিল দিয়ে ডট চিহ্ন দিয়ে নিতে হবে।

৩য় ধাপ

25.jpg

24.jpg

23.jpg

ডট চিহ্ন দেয়া অংশটিতে তুথপিক ঢুকিয়ে চিকন সুতা দিয়ে প্যাচিয়ে গিট দিয়ে নিতে হবে। এভাবে সম্পূর্ণ কাপড়টি বেধে নিতে হবে।

৪র্থ ধাপ

19.jpg

যেহেতু কাপড়টি দুই রং করা হবে সেহেতু ছবির মতো করে বেধে নিতে হবে।

৫ম ধাপ

11.jpg

এবার রং করার জন্য বেশী ভাগ কাপড়টিকে একটি পলিথিনের ব্যাগে ঢুকিয়ে বেধে নিতে হবে যাতে সে অংশে রং ঢুকে না যায়। ছবির মতো করে

৬ষ্ঠ ধাপ

10.jpg

17.jpg

16.jpg

15.jpg

12.jpg

14.jpg

13.jpg

প্রথমে একটি পাত্রে কাপড় ভিজে মতো গরম পানি নিতে হবে। তাতে কাপড়ের যে অংশটি রং করবো তা ভিজিয়ে নিতে হবে। এরপর অন্য একটি পাত্রে গরম পানি নিয়ে তাতে প্রথমে কস্টিক ও হাইড্রোজ ভালভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সেই পানিতে হ্লুদ রং মিশিয়ে নিতে হবে। যেহেতু প্রথমে হ্লুদ রং করা হবে। পানির সাথে রং ভালভাবে মিশে গেলে তাতে কাপড়টি ডুবিয়ে দিতে হবে। এবং কিছুক্ষন পরপর ওলট পালট করে দিতে হবে যেন রং কাপড়ের সব জায়গায় যায়। এভাবে ১৫-২০ মিনিট রং এ ডুবিয়ে রাখতে হবে। এরপর কাপড়টি রং থেকে তুলে ধুয়ে নিতে হবে।

৭ম ধাপ

9.jpg

8.jpg

7.jpg

6.jpg

অনুরুপভাবে যে অংশটি রং করা হয়ে গেছে সে অংশটি পলিথিনে ঢুকিয়ে সুতা দিয়ে বেধে নিতে হবে। এরপর একটি পাত্রে কাপড় ভিজে মতো পানি নিয়ে তাতে কস্টিক,হাইড্রোজ ভাল্ভাবে মিশিয়ে নিয়ে তাতে সবুজ রংটি গুলে নিতে হবে। রং গোলানো হয়ে গেলে তাতে কাপড়টি দিয়ে দিতে হবে।এবং ১৫-২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

৮ম ধাপ

5.jpg

4.jpg

কাপড়টিতে দু'টো রং করা হয়ে গেলে ভাল ভাবে ধুয়ে নিতে হবে। এরপর কাপড়ের গিটগুলো খুলে নিতে হবে।

৯ম ধাপ

3.jpg

2.jpg

গিট খুলে নিলেই তৈরি হয়ে যাবে সবুজ ও হ্লুদ দুই রং এর চুন্দ্রি বাটিক।

সতর্কতাঃ

কেমিক্যাল ব্যবহার করার সময় হাত ব্যবহার করা যাবে না। চামচ ব্যবহার করতে হবে।

ধন্যবাদ আপনাদের সবাইকে ।

মোবাইল ফটোগ্রাফিঃস্যামসাং এ-১০

Sort:  
 2 years ago 

খুব সুন্দর করে আপনি ভ্যাট রং দিয়ে বাতিক রং করেছেন। এই বাটিকগুলো আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের ক্লাসে গার্হস্থ অর্থনীতিতে এরকম একটি প্রাকটিক্যালে কাজ করতে দিয়েছিল। আমরা বাসায় করেছিলাম মনে আছে এগুলো করা অনেক কষ্ট ।আপনি খুব সুন্দর করে করেছেন কালার কম্বিনেশনটা অনেক সুন্দর লাগছে অনেক ফুটেছে কালারটা।

 2 years ago 

জি আপু এ ধরনের কাজ করতে বেশ কস্ট হয়। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি ভ্যাট রং দিয়ে খুব সুন্দর বাটিক কাপড় রং করেছেন। আপনি অনেক সময় নিয়ে রং করেছেন। এই ধরনের রং খুব সুন্দর দেখায়। আপনার অনেক পরিশ্রম হয়েছে ধাপগুলো দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর হয়েছে দুই রং দিয়ে বাটিক। ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার আজকের এই পোষ্টের মধ্য দিয়ে আপনার দীর্ঘ একটা দক্ষতার পরিচয় ফুটিয়ে তুলেছেন। কারণ এ জাতীয় কাজগুলো করা বড়ই কঠিন ব্যাপার এবং ধৈর্যশক্তির ব্যাপার। সমস্ত কিছু কাটিয়ে দারুণ একটা প্রতিভার পরিচয় তুলে ধরেছেন তাই অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জি ভাইয়া এধরনের কাজ করতে বেশ দক্ষতাও ধৈর্য্যের প্রয়োজন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96328.68
ETH 2809.86
SBD 0.67