বরিশাল বনাম রাজশাহী বিপিএল ম্যাচ রিভিউ ||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে বিপিএলের একটি ম্যাচ রিভিউ করতে যাচ্ছি। আজকে বিপিএলের মোট দুইটি ম্যাচ ছিল। প্রথম ম্যাচে মুখোমুখি হয় রংপুর বনাম সিলেট। এই ম্যাচটি দিনের বেলা ছিল এবং এই ম্যাচটিতে রংপুর চমৎকার রান চেজ করে ম্যাচ টি জিতে নেয় ও চার ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের এক নম্বর অবস্থানে অবস্থান করছে টিম রংপুর। তবে আজ আমি আপনাদের মাঝে আজকের দ্বিতীয় ম্যাচ অর্থাৎ রাজশাহী বনাম বরিশালের ম্যাচটি রিভিউ করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।


1000041968.jpg

স্ক্রিনশটটি sportzfy app থেকে নাওয়া

প্রথমেই ব্যাটিং করতে আসে দুর্বার রাজশাহী। রাজশাহী দলের হয়ে ওপেনিং করতে আসেন মোহাম্মদ হারিস ও জিসান আলম। মোহাম্মদ হারিস ও জিসান আলম মিলে দুর্বার রাজশাহীকে বেশ ভাল একটি শুরু এনে দেয়। কিন্তু ১৬ বলে ২২ রান করে তানভীর ইসলামের বলে উইকেট দিয়ে বসেন রাজশাহীর মোহাম্মদ হারিস। এরপর ব্যাটিং করতে আসে রাজশাহীর ক্যাপ্টেন এনামুল হক বিজয়। ২৭ বলে ৩৮ রান করে ফাহিম আশরাফের বলে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়তে হয় জিসান আলমকে। এরপর রাজশাহীর হয়ে ব্যাটিং করতে আসে ইয়াসির আলী রাব্বি। ইয়াসির আলী রাব্বি ও এনামুল হক বিজয় এর মধ্যে একটি ছোটখাটো পার্টনারশিপ গড়ে ওঠে। কিন্তু ম্যাচের ১৬ তম ওভারে আফ্রিদির করা বলে এল বি ডব্লিউ আউট হয়ে যায় ইয়াসির আলী রাব্বি। ইয়াসির আলী রাব্বির সংগ্রহ ছিল ২৩ বলে ৩৭ রান। এরপর ব্যাটিং করতে আসে রায়ান বার্ল। রায়ান ও বিজয় ১৮ ওভার পর্যন্ত অপরাজিত ব্যাটিং করে। ম্যাচের ১৯ তম ওভারে এনামুল হক বিজয় আউট হয় আফ্রিদির বলে। এনামুল হক বিজয়ের সংগ্রহ ছিল ৩৫ বলে ৩৯ রান। সর্বশেষ রায়ানের ১১ বলে ১০ রান ও আকবর আলীর ৯ বলে ১৫ রানের মাধ্যমে দুর্বার রাজশাহী টোটাল সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৬৮ রান।

রাজশাহীর হয়ে সব থেকে বেশি রান করে রাজশাহীর ক্যাপ্টেন এনামুল হক বিজয়। বরিশালের হয়ে দুইটি উইকেট নেয় আফ্রিদি, একটি উইকেট তানভীর ইসলাম ও একটি উইকেট নেয় ফাহিম আশরাফ। বরিশালকে ম্যাচটি জিততে হলে ২০ ওভারে ১৬৯ রান করতে হবে। ১৬৯ রানের টার্গেটে ব্যাটিং করতে নামের রাজশাহী।


1000041969.jpg

স্ক্রিনশটগুলো sportzfy app থেকে নাওয়া

বরিশালের হয়ে ওপেনিং করতে আসে বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল ও প্রীতম কুমার।কিন্তু পাওয়ার প্লে তে নয় বলে মাত্র তিন রান করে আউট হয়ে যায় প্রীতম কুমার। এরপর ব্যাটিং করতে আসে মায়ার্স। পাওয়ার প্লে তে ব্যাটিং করতে এসে মায়ার্স যেনো দানবের মতো ব্যাটিং করছিল। পাওয়ার প্লে তে মাত্র ১১ বলে ২৪ রান করে আউট হয়ে যায় মায়ার্স। এরপর ব্যাটিং করতে আসে তাওহীদ হৃদয়। তামিম ইকবালের সাথে তাওহীদ হৃদয়ের চমৎকার একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল। তামিম ও তৌহিদ হৃদয়ের মধ্যে মাত্র ২৭ বলে ৪০ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল। এই পার্টনারশিপ ভাঙ্গে জিসান আলম, জিসান আলমের একটি ফুলটাচ বলে ক্যাচ আউট হয়ে ফিরে যায় তৌহিদ হৃদয়। এরপর ব্যাটিং করতে আসে মুশফিকুর রহিম। তামিম ইকবাল ও মুশফিকুর রহিম এর মধ্যে একটি চমৎকার পার্টনারশিপ গড়ে ওঠে। এরই মাঝে তামিমের অর্ধশত রান ও পূরণ হয়ে যায়। ম্যাচ ততক্ষণ এ রাজশাহীর হাত থেকে বের হয়ে এসেছিল। তামিম ইকবাল ও মুশফিকুর রহিম দুজনেই খুব আগ্রেসিভ ব্যাটিং করে এর ফলে তাদের মধ্যকার পার্টনারশিপ দাঁড়ায় ৪৬ বলে ৭৬ রানের। সর্বশেষ তামিমের অপরাজিত ৪৮ বলে ৮৬ রান ও মুশফিকুর রহিমের ২৪ বলে ৩৪ রানের মাধ্যমে মাত্র ১৭ ওভার ৩ বলেই ম্যাচটি জিতে যায় বরিশাল।

রাজশাহীর হয়ে দুইটি উইকেট নেয় মোহর শেখ ও একটি উইকেট নেয় জিসান আলম। ৭ উইকেট ও ১৫ বল হাতে রেখে চমৎকার একটি জয় ছিনিয়ে নেয় বরিশাল। রাজশাহী চারটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে এবং বরিশাল তিনটি ম্যাচের মধ্যে দুটিতেই জয়লাভ করেছে। এই ম্যাচ জয়ের মাধ্যমে বরিশাল পয়েন্টস টেবিলের তিন নাম্বারে চলে যায়।


1000041958.jpg

1000041966.jpg

1000041968.jpg

স্ক্রিনশটগুলো sportzfy app থেকে নাওয়া

আজকের মত এখানেই। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

1000041994.jpg

1000041995.jpg

1000041997.jpg

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96239.49
ETH 2782.12
SBD 0.67