উড়িয়ে ধ্বজা: বাহির পথে নতুন সূর্যোদয়
IMAGE GENARATED BY AI
ক্রেডিট - রবীন্দ্রনাথ ঠাকুর
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই-যে তিনি, ওই-যে বাহির পথে।
আয় রে ছুটে, টানতে হবে রশি—
ঘরের কোণে রইলি কোথায় বসি।
ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে
ঠাঁই ক’রে তুই নে রে কোনোমতে॥
কোথায় কী তোর আছে ঘরের কাজ,
সে-সব কথা ভুলতে হবে আজ।
#বাংলাকবিতা #কবিতারআহ্বান #বাহিরপথ #উড়িয়েধ্বজা #বাংলালিরিক্স #স্বাধীনতা #সৃজনশীলতা #আবেগ #প্রেরণা