THE DAIRY GAME:(28/09/2020)আজকের দিনলিপি

in Bangladeshi Steemian4 years ago

খুব ভোরে ঘুম থেকে উঠে ওজু করে ফজরের নামাজ আদায় করে নিলাম। ফজরের নামাজ আদায় করে গোয়াল ঘরে ঢুকে প্রথমে আবর্জনা গুলো পরিষ্কার করে দিয়ে। খড় কুটো দিয়ে গরু গুলো কে খাবার দাবার দিয়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাড়িতেই হালকা নাস্তা করে নিলাম।নাস্তা করে আমার ছেলেকে নিয়ে খেলা করলাম। সকাল ৯ টা বাজলে গোয়ালে ঢুকে গোয়াল ঘর টা পানি দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে দিয়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে গোসল করে নিলাম।

IMG_20200927_134943.jpg

গোসল করে নিয়ে সকালের খাওয়া শেষ করে রেডি হয়ে স্কুল যাওয়ার আগে দোকানে গেলাম।দোকানে কাজ শেষ করে স্কুলের উদ্দেশ্য রওয়ানা দিলাম। স্কুলে পৌছানোর পর স্কুলের কার্যক্রম শেষ করে বেলা ১.০০টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলাম। বাড়িতে এসে একটা চেক বইটা নিয়ে শহরের উদ্দেশ্য রওয়ানা দিলাম। শহরে পৌঁছে প্রথমে হেড স্যারের সাথে দেখা করে আমাদের ঔষধের দোকানের ঔষধ লিষ্টটা নিয়ে গেছিলাম তো কিছু খুচরা ঔষধ নিলাম। ঔষধের দোকান থেকে বেরিয়ে একটা মসজিদে গিয়ে অজু করে জোহরের নামাজ আাদায় করে নিলাম।

IMG_20200928_211754.jpg

তার পর মসজিদ থেকে বেরিয়ে ব্যাংকে গেলাম। ব্যাংকের কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলাম এমন সময় এক বন্ধুর সাথে দেখা হলে ওর সাথে কথা বলে আবার আরেক বন্ধুর দেখা ওর কাছে বসে কিছু সময় কাটার পর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলাম। তারপর ফুলতলা বাজারে এসে দোকানে হালকা কিছু খরচ করে বাড়িতে ফিরে এসে গরু গুলো কে বিকেলের খাবার খেতে দিলাম। খাবার খেতে দিয়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে ওজু করে আসরের নামাজ আাদায় করে নিয়ে আবার একটু
IMG_1601274674907.jpg

গোয়ালে গিয়ে দেখি গরু খাইয়ছে না খায়নি।তার পর গোয়াল ঘর থেকে বেরিয়ে এসে আমিও পরিষ্কার হয়ে ওজু করে নিলাম মাগরিবের নামাজের জন্যে ওজু নিলাম করে। একটু পরে মাগরিবের আজান হলো তাড়াতাড়ি নামাজ আাদায় করে নিলাম। নামাজ শেষে হালকা নাস্তা করে বাজারে
দোকানে গেলাম। বাজারে গিয়ে দোকানে বসে পড়লাম দোকানে থাকতে থাকতে প্রায় রাত নয়টা বেজে গেলো তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়িতে

IMG_20200927_150038.jpg

ফিরে আসলাম। বাড়িতে ফিরে আসার পর গুরু গুলো কে রাতের খাবার খেতে দিলাম। তারপর খড় দিয়ে গোয়াল ঘর পরিষ্কার করে দিয়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে এসে আমিও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিলাম। তারপরে ওজু করে এশারের নামাজ আাদায় করে রাতের খাওয়া শেষ করে ঘরে ঢুকে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল ঘাটাঘাটি করে বিভিন্ন খবর দেখে ফেসবুক ঘাটাঘাটি করতে করতেই কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না।
My Introduction post : my introduction post to steem newcomers community

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96677.33
ETH 2767.67
SBD 0.65