শ্রদ্ধেয় ও প্রাণপ্রিয় মডারেটর শুভ ভাই
আজকে আমি যে বিষয় নিয়ে লিখতে যাচ্ছি তা আমার লেখার টাইটেল দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন।এই মানুষটির প্রতি সত্যিই আমি আজীবন কৃতজ্ঞ থাকব।আমার ভালো-মন্দ বিষয় থেকে শুরু করে যাবতীয় সকল বিষয়ে উনি সবসময় পাশে ছিলেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন বলে আশা করি। উনার মত মেন্টর পাওয়া সত্যিই আমার জন্য ভাগ্যের বিষয়।ভালো সময় গুলোতে উনার কাছ থেকে যুগোপযোগী ও কার্যকর উপদেশ পেয়ে এসেছি এবং খারাপ সময় গুলোতে পেয়েছি বিনোদন এবং ঘুরে দাঁড়ানোর শক্তি।
পেশাগত জীবনে ভাই একজন ডেন্টিস্ট।যা আপনারা সবার জানেন।এর পাশাপশি ভাই একজন ভালো ব্লগারও।ভাই এর জীবনের দিনগুলো খুব ব্যাস্ততার মাধ্যমে কেটে যায়।দু-দুটি চেম্বার সামলিয়ে আবার লেখালেখি করা চাট্টিখানি কথা।সময় এর গুরুত্ব ভাই এর কাছে ব্যাপক। এজন্য শত ব্যস্ততা সত্ত্বেও ভাই হয়তো এতকিছুর সামাল দিতে পারেন।যা সফল ব্যাক্তিদের নমুনা।এই করোনা ভাইরাসের সময় এ ভাই এর চিকৎসা সেবা প্রদান সত্যিই মহত্বের ই দাবি রাখে।উনার লেখা গুলো অসাধারণ,যা সবসময় আমাকে আকৃষ্ট করে। উনার লেখার যে বিষয়টা আমাকে সবসময় আকৃষ্ট করে তা হলো উনি সাধারণ বিষয় গুলোকে রস,মমতা ও মাধুর্য দিয়ে ফুটে তোলেন। ভাই মানুষ হিসাবেও অনেক মজার।ব্যাক্তি জীবনে উনি খুব বাস্তববাদী মানুষ,ইমোশন বিষয়টা উনার মধ্যে তেমন একটা নেই বললেই চলে। এজন্য উনার জীবনে কাছের মানুষদের সংখ্যা খুবই নগণ্য।খুব কম মানুষজন এর সঙ্গে উনার চলাফেরা। আশা করি আমিও তার মধ্যে একজন থাকব।"আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে যুক্ত হওয়ার পিছনে ভাই এর অবদান অনসবীকার্য। রেগুলার ভাই এর সঙ্গে মেসেঞ্জার এ অডিও কিংবা ভিডিও কল এ ভাই এর সঙ্গে আলাপ হয়।আমাদের মাঝে দূরত্বের অনেক ব্যাবধান থাকলেও,প্রতিদিন কথা হওয়ার মাধ্যমে মনে হয় যেনো আমরা পাশাপাশি আছি।এত ব্যাস্ততার মাঝেও যে ভাই রেগুলার আমার সাথে যোগাযোগ রাখে এজন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ।
আমার আজকের লেখা অনেক বড় হয়ে গেলো তার জন্য আমি দুঃখিত।ভাইকে নিয়ে যতই লিখিনা কেনো তা কম মনে হবে সবসম়য়।ভাই এর সঙ্গে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক থাকলেও শ্রদ্ধা করি চরমভাবে।দিনশেষে ভাই এর জায়গায় ভাই ই। আশা করি খুব শিঘ্রই চাচ্চু ডাক শুনতে পারবো,সেই অপেক্ষায় রইলাম।ভালো থাকুক ভাই প্রিয়জনদের নিয়ে এই কামনায় করি।
আপনাদের দুই জনের আনন্দঘন মুহূর্ত দেখে খুব ভালো লাগলো। শুভেচ্ছা রইলো দুই জন কে ই
ধন্যবাদ ভাইয়া।
এতো ছবি কালেকশনে রেখেছো তুমি বাহ্ । যাইহোক ভাইয়া আমি কৃতজ্ঞ।
আপনাদের দুইজনের সম্পর্ক সর্বদা অটুট থাকুক ভাইয়া।এই কামনায় করি।ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আপনার মূল্যবান মন্তব্যের জন্য।