সময়ের প্রয়োজনে
সময় এমন একটি বিষয় যেই বিষয়কে কখনোই ধরে রাখা যায় না। সময়, সময়ের গতিতে সবসময় অবিরাম সামনে দিকে এগোতে থাকে। সেই সময়ের সাথে সাথে আমাদের বর্তমান অতীত হয়ে যায় এবং আসন্ন ভবিষ্যৎ আরো অনেক কাছে চলে আসে। এই সময়ের গুরুত্ব অনেকটা গুরুত্বপূর্ণ। সময়ের প্রয়োজনে আমরা নিজেদেরকে পরিবর্তন করে ফেলি। নিজেদের চাহিদা নিজেদের আকাঙ্ক্ষা নিজেদের ভালবাসা সবকিছু পরিবর্তন করে ফেলি সময় এমন একটা বিষয়।
এইতো ২০২৪ সাল পেরিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা অনেক স্বপ্ন দেখেছি কিন্তু সেটা অনেকেই বাস্তবায়ন করতে পারেনি। আবার কিছু কিছু নতুন নতুন স্বপ্ন আমরা নতুন বছরে দেখবো যা সেই জীবনের যাত্রা গুলো পরিবর্তন হয়ে যায়। সবমিলিয়েই সময়ের প্রয়োজনেই আমরা বেঁচে থাকি নিজেদের জন্য নিজেদের পরিবারের জন্য। সময় এমন একটা বিষয় যেই বিষয় থেকে কখনোই কেউ পলায়ন করতে পারবে না। আমি কিংবা আপনি সময় কেউ আটকে ধরে রাখতে পারবে না। সময়ের প্রয়োজনে আমরা এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হই যেটা আমাদের অপছন্দ এবং অপ্রিয় বিষয়।
তবে সময় পরিবর্তে নিজেকে পরিবর্তন করে ফেলুন। নিজের ক্যারিয়ার বদলে ফেলুন সবকিছুই ঠিক আছে কিন্তু জন্মদাতা মাতা এবং পিতার প্রতি কখনো অবাধ্য হবেন না। তাদেরকে সব সময় সম্মানের চোখে দেখবেন এবং তাদের প্রত্যেকটা কথা গুরুত্ব সহকারে মানার চেষ্টা করবেন। তাহলে হয়তো ভালো কিছু করা সম্ভব। মা বাবার অপছন্দের কাজ করে কোন সন্তান এই জীবনে বড় কিছু করতে পারেনি এবং পারবেও না। এটা প্রমাণিত হয়েছে। যাই হোক নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি,।