সৎ থেকে ঠকে গেলে ও শান্তি লাগে

paraguay-6102087_1920.jpg

Source

পৃথিবীতে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে সকল মানুষেরা প্রতারিত হয়নি। যে সকল মানুষেরা অন্যের কাছ থেকে কষ্ট পায়নি। তবে আমরা যদি নিজেই সৎ থাকি এবং নিজেই সৎ থেকে অন্যের কাছ থেকে ঠকে যাই তারপরও কেন জানি মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। যে আমি অন্যের কোন ক্ষতি করিনি অন্য কেউ আমার দ্বারা কষ্ট পায়নি, এই বিষয়টা আমিও সেই ভাবেই ফিল করি।

এইতো কিছুদিন আগেই জীবনের অনেক বড় একটি শিক্ষা পেয়েছি। তবে আমি আমার জায়গা থেকে অনেকটাই সৎ থাকার চেষ্টা করেছি বিধায় সেই জায়গা থেকে খুব সহজেই বের হয়ে আসতে পেরেছি। আমি জানিনা কেন আমার সাথে সেসব ঘটনা গুলো ঘটে। যে সকল ঘটনাগুলোর জন্য মোটেও আমি দায়ী থাকি না। তবে এটা ঠিক যে আমরা সব সময় নিজের ভালোলাগা কিংবা ভালোবাসার মানুষকে শান্তিতে রাখতে চাই। সেসব মানুষেরা যেন আমাদের সাথেই সব সময় থাকে। সে সব কিছুর জন্য অপ্রান চেষ্টা করে যাই কিন্তু সে সকল মানুষেরাই যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখন অনেক বেশি কষ্ট হয় এবং এই বিষয়টা ভাষায় প্রকাশ করাটা অনেকটা জটিলতম কাজ বলে আমি মনে করি।

আমি যে মানুষের দ্বারায় কতবার ঠকেছি সেটা আসলে ক্যালকুলেশনও করা সম্ভব নয়। কারণ আমি সবাইকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করি এবং সেসব বিষয়গুলো থেকে নিজেকে যতটা দূরে সম্ভব সরিয়ে নেওয়ার চেষ্টা করি। আমি জানি আমারও অনেক বেশি কষ্ট হয় সেসব বিষয়ে কিন্তু তারপরও সেসব বিষয়গুলো মেনে নিয়ে সামনের দিকে সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করি। সেই বিষয়গুলো চিন্তা করি আমি ঠকেছি কিন্তু আর সে আমাকে ঠকাইনি। বিষয়গুলো একটু জটিলতম হলেও হয়তো ঠিকভাবে আপনাদেরকে উপস্থাপন করতে পারছি না। তবে আমি আমার জায়গা থেকে সব সময় সব থাকার চেষ্টা করি। ধন্যবাদ।

ABB.gif

Sort:  
 6 hours ago 

আপনার লেখা সত্যিই মন ছুঁয়ে গেল। জীবনের কঠিন বাস্তবতা, কষ্ট আর বিশ্বাসঘাতকতার মাঝেও যেভাবে আপনি নিজেকে সৎ ও শক্ত রাখার চেষ্টা করেন, তা অনুপ্রেরণাদায়ক। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.25
JST 0.031
BTC 83325.65
ETH 1564.15
USDT 1.00
SBD 0.77