সফলতা বা ব্যর্থতা কোনটাই চিরস্থায়ী নয়

success-620300_1920.jpg

Source

আমার এই ছোট্ট জীবনে আমি অনেক মানুষ দেখেছি। এমন অনেক মানুষ দেখেছি যারা ছোট থেকে অনেক পরিশ্রম করে একপর্যায়ে ভালো অবস্থানে গিয়ে পৌঁছেছে। কিন্তু এরপরে তার অলসতা কিংবা বিভিন্ন ধরনের পরিকল্পনার অভাবে তিনি আবারও সেই আগের অবস্থানে ফিরে এসেছেন। এই বিষয়গুলো আমাদেরকে কি শিক্ষা দেয়? সেটাই হচ্ছে বিষয় মূখ্য বিষয়। আমরা একে অপরের জীবন থেকে শিক্ষা গ্রহণ করবো নিজেদের শিক্ষা গ্রহণ করবো এবং সামনের দিকে এগিয়ে যাবো। এটাই তো হওয়া উচিত, তাই নয় কি!

কথায় আছে, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা আর রক্ষা করা বেশি কঠিন। কথাটা কিন্তু এমনি এমনি আসেনি। আপনি জীবনে যতই সফলতা অর্জন করেন না কেন সেটা যদি আপনি ধরে রান না রাখতে পারেন সে ক্ষেত্রে কিন্তু সবকিছুই শেষ হয়ে যাবে। অর্থাৎ স্বাধীনতা অর্জন করলেন কিন্তু সেই স্বাধীনতা কে রক্ষা করতে হবে এর জন্য আপনাকে আরো বেশি পরিকল্পনা এবং পরিশ্রম করতে হবে।

দেখুন, পৃথিবীতে কোন কিছুই স্থায়ী নয় বরং আমাদের এই সুন্দর পৃথিবী ও স্থায়ী নয়। সেক্ষেত্রে আপনি কিভাবে মনে করেন একবার সফলতার উপরে উঠে গেলে আর নিচে নামতে পারবেন না। পৃথিবীতে কোন কিছুই স্থায়ী নয়, সফলতা কিংবা ব্যর্থতা যেটা একবার এসেছে সেটা পতন হবে। যদি না সেটা ধরে রাখতে আমরা জানি। তাই নিজেদের সফলতাকে ধরে রাখার চেষ্টা করুন এবং পরিশ্রমের সাথে এগিয়ে যান।

আমরা যারা এখনো জীবনে সফল হতে পারেনি কিংবা ব্যর্থতার মধ্যেই রয়েছি, তাদের এটা ভাবা ঠিক নয় যে আমরা কখনোই সফলতার উচ্চতায় পৌঁছাতে পারবো না। তবে এই বিষয়টা মাথায় রাখতে হবে পরিশ্রমের কারণে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারব। তাই সবসময় নিজের পরিশ্রমকে গুরুত্ব দিবেন এবং নিজের কাজকে সঠিকভাবে করে যাবেন। তাহলেই হয়তো জীবনে ভালো কিছু করা সম্ভব। আপনার কি মনে করেন তা অবশ্যই মন্তব্যে জানাবেন, ধন্যবাদ।

ABB.gif

Sort:  
 4 days ago 

এটা সত্যি বলেছেন সফলতা কিংবা ব্যর্থতা পৃথিবীতে কোন কিছুই স্থায়ী নয়। সফলতা যদি আসে সেটা যদি ধরে রাখতে না পারা যায় হলে ব্যর্থতা চলে আসে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.029
BTC 77295.17
ETH 1479.91
USDT 1.00
SBD 0.65