সবার সাথে ভালো ব্যবহার করুন

balance-7628311_1920.png

Source

আমরা ছোট থেকেই সবকিছু শেখার চেষ্টা করি। সবকিছুই আয়ত্ত করার চেষ্টা করি। এর জন্য আমাদেরকে সাহায্য করে আমাদের নিজের পরিবার নিজের আত্মীয়-স্বজন। যে মানুষেরা সব সময় চায় আমরা যেন ভাল মানুষ হিসেবে এই পৃথিবীতে বিচরণ করতে পারি। এই মানুষ মাঝে যেন সৎ মানুষ হিসেবে নিজেকে বিবেচিত করতে পারি এর মধ্য দিয়েই পারিবারিক শিক্ষা এবং তাত্ত্বিক শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হয় উদ্দেশ্য একটাই আমরা যেন এই পৃথিবীতে ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে পারি।

পারিবারিক শিক্ষার সর্বপ্রথম যে বিষয়টি আসে সেটা হচ্ছে সবার সাথে ভালো ব্যবহার করা। এই বিষয়টা খুবই সাধারণ বলে মনে হলেও এই বিষয়টা কিন্তু আদৌ সাধারন নয়। কারণ এই ব্যবহারের কারণেই আমরা একে অপরকে প্রথম দেখায় বিভিন্ন ধরনের বিষয়বস্তুর সাথে কল্পনা করতে পারি। কারণ একটি বিষয় গবেষণায় উঠে এসেছে, একটি মানুষের প্রথম ব্যবহারের কারণেই আমরা তার জীবনের অনেক ধরনের বিষয়গুলো অনুমান করতে পারি, কিংবা তার জীবন কেমন, সে কেমন ধরনের মানুষ সেই বিষয়টাও কিন্তু একটু অনুমান করতে পারি। হয়তো সেটা বেশিরভাগ সত্য হতে পারে কিংবা মিথ্যা হতে পারে। তবে এই ব্যবহার এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা যদি আপনি ভালোভাবে অন্যের সামনে উপস্থাপন করতে না পারেন, তাহলে হয়তো আপনার জীবনের থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বস্তু চলে যেতে পারে।

আমরা সকলেই মানুষ, আমরা সকলেই কোনন না কোন ধর্মের অনুসারী। প্রত্যেকটি ধর্মেই বলা রয়েছে একে অপরের সাথে ভালো ব্যবহার করতে হবে। কারো সাথে দেখা হলে কুশল বিনিময় করতে হবে এবং ভালো ব্যবহার তার সাথে করতে হবে। এই বিষয়গুলো আমরা অনেক সময় ভুলে যাই। যখন আমাদের কাছে মাত্রা অতিরিক্ত টাকা এসে পড়ে কিংবা যখন নিজেদের কাছে অহংকার এসে পরে, এই বিষয়গুলো আমাদের পারিবারিক শিক্ষার মধ্যে ফাটল সৃষ্টি করতে সাহায্য করে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যতটাই উপরে যাই না কেন আমাদের পা যেন মাটিতে থাকে এবং সবার সাথেই যেন আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, ভালোভাবে মিশতে পারি। ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 16 hours ago 

ব্যবহার বংশের পরিচয় বহন করে।সুন্দর ব্যবহার মনুষ্যত্বের পরিচয় দেয়।প্রকৃত মানুষ হতে হলে ব্যবহার সুন্দর হতেই হবে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.25
JST 0.031
BTC 83457.80
ETH 1592.95
USDT 1.00
SBD 0.77