একটা সাদামাটা জীবন চাই
বর্তমান সমাজে ভালোভাবে বেঁচে থাকতে গেলে বিভিন্ন ধরনের বিষয়বস্তুর উপর লক্ষ্য রাখতে হয়। নিজেদের আর্থিক অবস্থা, নিজেদের পারিবারিক বন্ধন কিংবা পরিবারের সকল সদস্যর সাথে আপনার কি ধরনের সম্পর্ক রয়েছে। এছাড়াও আপনার সামাজিক কি ধরনের গুরুত্ব রয়েছে কিংবা আপনি সমাজে কতটুকু সম্মানীয় ব্যক্তি এবং আপনি কতটুকু সৎ মানুষ সে সবকিছুই বিবেচনা করেই কিন্তু আপনাকে চলতে হয়। কিন্তু একটি বিষয় অনেকেই আছে সবকিছু গুছিয়ে উঠতে পারে না। সে ক্ষেত্রে সমাজের কাছে সে না চাইতেও খারাপ হয়ে যায় এবং অন্যরকম একটি ব্যক্তিতে পরিণত হয়ে যায়। তবে আমি কিন্তু এরকম কোন জীবন চাই না। আমি শুধুমাত্র একটু সাদামাটা জীবন চাই। যেখানে নিজের পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করা যায়।
বর্তমানে জীবনে বেঁচে থাকাই অনেক বড় একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে উঠছে। যদিও আমি নতুন একটি জীবনে পদার্পণ করতে যাচ্ছি। কিন্তু তারপরও সেই জীবনের যাওয়ার আগেই যে সব সমস্যার সম্মুখীন হচ্ছে। এতে করে মনে হচ্ছে সেই জগতে যাওয়াটাই না উত্তম। কিন্তু তারপরও এটা একটি সামাজিক বন্ধন এবং সবকিছু ম্যানেজ করেই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু বিশ্বাস করুন আমি এ ধরনের জীবন চাইনি যেখানে সব সময় বিভিন্ন ধরনের টেনশন কিংবা সমস্যায় জড়িত থাকতে হবে। বিভিন্ন ধরনের মানুষকে সব সময় সান্তনা দিতে হবে এবং সব ধরনের মানুষকে একত্রিত করে একটি বন্ধনের সৃষ্টি করতে হবে।
সত্য বলতে আমি অনেক সহজ সরল একজন মানুষ এবং এত প্যাচের বিষয়গুলো আমি কখনোই বুঝে উঠতে পারিনা। আমি কিভাবে সবকিছু সামাল দেবো এটাও ঠিকভাবে বুঝে উঠতে পারছিনা। তাইতো সৃষ্টিকর্তার কাছে অকুল আবেদন করছি। সবকিছুই যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবং এমন একটি সাদামাটা জীবন যেন সৃষ্টিকর্তা আমাকে উপহার দেন। যেখানে এই ধরনের কোন টেনশন কিংবা চিন্তার মধ্যে আমাকে পড়ে থাকতে হবে না। সবসময় যাতে করে নিজের পরিবারকে নিয়ে একটু সুখে শান্তিতে থাকতে পারি, শুধুমাত্র এই কামনাই করছি। ধন্যবাদ সবাইকে।