ভালোবাসা সুন্দর যদি রাখতে পারেন

heart-700141_1920.jpg

Source

আমি এর আগেও অনেকবার বলেছি ভালোবাসার সংজ্ঞা কিংবা ভালোবাসার মানে সেটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হতে পারে এবং এই বিষয়টা যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারি ততটাই আমাদের জন্য মঙ্গল। ভালোবাসার সুন্দর যদি সেই মানুষটাকে আপনি ধরে রাখতে পারেন যদি সেই মানুষটাও আপনাকে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসে এবং আপনাকে বিশ্বাস করে। ভালোবাসা আসলেই সুন্দর এই বিষয়টা আমরা বুঝতে পারি অনেকটা পরেন যখন আমাদের জীবনের শেষ কিছু মুহূর্ত আমরা বেঁচে থাকি। যখন আমাদের আশেপাশে নিজের ভালোবাসার মানুষ ছাড়া অন্য কেউ আর থাকে না। তখন সেই ভালোবাসার বিষয়গুলো আমরা ভালোভাবে অনুভব করি। একটি সম্পর্কে ঝগড়াঝাঁটি বা বিভিন্ন ধরনের দ্বিধা দ্বন্দ্ব থাকবে তাহলে সেই বিষয়গুলো কিন্তু আমরা ভালোভাবেই সলর্ফ আউট করে উঠতে পারি।

একটি সম্পর্কে ভালো দিক কিংবা খারাপ দিক উভয় থাকবে। একটি সম্পর্কে ভালো লাগা মন্দল লাগা সবকিছু বিষয় মিলেই একটি সম্পর্ক গড়ে ওঠে। যখন একটি মানুষকে আপনি ভালোবাসেন তার শুধুমাত্র যে ভালো দিকগুলোকেই আপনি ভালবাসবেন সেই বিষয়টা কিন্তু এমন নয়। যে মানুষটাকে আপনি ভালোবাসেন কিংবা ভালোবাসবেন তখন সেই মানুষটার ভালো দিক এবং খারাপ দিক উভয় দিকেই আপনাকে নজর রাখতে হবে এবং উভয় দিক থেকেই আপনাকে ভালো বাসতে হবে। সে ক্ষেত্রেই সেই সম্পর্কটা দৃঢ় হবে বলে আমি মনে করি।

ভালোবাসা আসলেই সুন্দর, এই ভালোবাসা এমন একটি বন্ধন যে বন্ধন আসলে অন্য কোন বিষয় বস্তু দ্বারা বিচার করা একান্তই বোককামির একটি কাজ হবে বলে আমি মনে করি। ভালোবাসা এমন একটি বিষয় যেটা আসলে প্রকৃত মানুষ হিসেবে আমাদের সকলেরই প্রাপ্য একটি বিষয়। কিন্তু মাঝেমধ্যে এমন কিছু সিচুয়েশন তৈরি হয়ে যায় যার কারণে আমরা নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে সরে আসি। এটাও একটি অনাকাঙ্ক্ষিত বিষয়। কিন্তু এই যে একটু আগেই বললাম যে যদি ভালোবাসার মানুষকে আপনি ধরে রাখতে পারেন তাহলে ভালোবাসার বিষয়টি আসলেই অনেক সুন্দর এবং অনুভবযোগ্য একটি বিষয়। যাই হোক আজকের মত এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.038
BTC 94853.29
ETH 1823.20
USDT 1.00
SBD 0.88