পূর্ন্যতা ❤️🥰

board-786119_1920.jpg

Source

পূর্ণতা এই কথাটি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। যখন কোন আমাদের আবদার পূরণ হয় তখন সেটা আপনার পূর্ণতা হিসেবে প্রকাশিত হয়। আবার যখন নিজের মনের মানুষকে আপনি নিজের মনের মতো করে আপন করে নিতে পারেন সে ক্ষেত্রে কিন্তু সেটাকে পূর্ণতা বলে আমরা দাবি করি। কিন্তু বিশ্বাস করুন কোন পূর্ণটাই কিন্তু প্রকৃতপক্ষে সত্য নয় বরং প্রতিটা পূর্ণতার পিছনেই রয়েছে স্বার্থ এবং সামাজিকতার রক্ষার একটি ক্ষুদ্র প্রচেষ্টা।

মাঝেমধ্যেই যখন জীবনের বিভিন্ন বিষয় বস্তু নিয়ে আমি কল্পনা করি, তখন আমার কাছে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। নিজের কাছেই নিজে প্রশ্ন করি আসলে কি এমন জীবন আমি চেয়েছিলাম? যে জীবনে শুধুমাত্র অশান্তি এবং বিভিন্ন ধরনের টেনশন থাকবে? যে জীবনে শুধুমাত্র অন্যকে খুশি করার জন্য সব সময় নিজের জীবনকে বিলীন করে দিতে হবে। এমন জীবন তো চাইনি। আমি চেয়েছিলাম সবাইকে নিয়ে ভালো থাকতে সবাইকে নিয়ে সুখের সংসার করতে, কিন্তু সেই বিষয়টা হয়তো কখনো হয়ে উঠবে না, যদিও সৃষ্টিকর্তা চাইলে সবকিছুই সম্ভব।

সৃষ্টিকর্তার কাছে শুধুমাত্র এখন একটাই আমার প্রার্থনা রয়েছে, সেটা হচ্ছে পূর্ণতা। যে পূর্ণতায় কোন ধরনের মানসিক টেনশন থাকবে না। কোন ধরনের বাধা-বিপত্তি থাকবে না। যেই পূর্ণতায় আমি আমার পরিবার নিয়ে একসাথে এই সমাজের বুকে বিচরণ করতে পারব এবং ভালো মানুষ হয়ে এই সমাজের বুকে পথ চলন করতে পারব। কিন্তু জানিনা সেটা কখনো পূরণ হবে কিনা! এই পূর্ণতার আশায় রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। সামাজিক বন্ধন রক্ষার ক্ষেত্রে ও প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ব্যবস্থা করতে হচ্ছে। এইসব কিছুর মধ্য থেকে বেরিয়ে আসতে চাই এবং পরিপূর্ণ এক জীবনের নতুন সূচনা করতে চাই। সৃষ্টিকর্তার কাছে এখন একটাই আবেদন।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.038
BTC 95144.04
ETH 1812.51
USDT 1.00
SBD 0.87