কুসংস্কার এর মেলা!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের সমাজে আমি যে জিনিসটির পরিমাণ অনেক বেশি দেখেছি। সেটা হলো, কুসংস্কার। অর্থাৎ আমি যদি আমার নিজের পরিবারের কথা বলি। তাহলে এখানে এতো বেশি কুসংস্কার রয়েছে। যেটা আসলে মাঝেমধ্যে বিবেচনা করতে গেলেও হিমশিম খেতে হয়। যেমন অনেক ধরণের অপপ্রচার করা হয় বিভিন্ন বিষয় নিয়ে। যেগুলোর আসলে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা ধর্মীয় ব্যাখ্যা কিংবা কোনো ভিত্তি পর্যন্ত নেই।
যেমন আমার এক খালামণি একদিন বাসায় এসেছিলো। তো তখন আমার নানুমনিও আসলে ছিলো। যাই হোক, তো আমার খালামনি তখন চুড়ি খুলে ফেলেছিলো। অর্থাৎ যেহেতু গরম থেকে এসেছেন তখন হাত স্বাভাবিকভাবে একটু চুলকাচ্ছিলো অর্থাৎ ভালো লাগছিলো না। সে কারণে উনি চুড়িগুলো খুলে রেখে দিয়েছিলো। তো হঠাৎ করেই আমার নানু তখন বলে উঠলো যে তিনি যেনো এখনই চুড়ি পরে। তা না হলে নাকি স্বামীর অমঙ্গল হয়। অর্থাৎ বিবাহিত নারীরা নাকি চুড়ি ছাড়া থাকা ভালো নয়। অর্থাৎ আপনারাই চিন্তা করুন, এই কথাগুলোর না কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, না কোনো ধর্মীয় ব্যাখ্যা রয়েছে, আর না কোনো ভিত্তি রয়েছে কিংবা না কোনো সম্পর্ক রয়েছে।
আপনারা হয়তো ভাবছেন যে, আমি নিজের পরিবারের কথা এভাবে শেয়ার করছি কিন্তু এটা আমরা সকলেই জানি যে, আমাদের প্রতিটি পরিবারের বিশেষ করে বয়স্করা এতো বেশি কুসংস্কারের বিশ্বাসী। যেটা আসলে খুব বেশি অবাক করার মতোন। আর আমি মনে করি উনাদের এই ব্যাপারগুলো শুধরে দেওয়া উচিত। অনেকেই এই ব্যাপারগুলো নিয়ে উনাদের কিছু বলেন না। কারণ সবাই ভাবে যে ওনারা কষ্ট পাবে। কিন্তু আমি মনে করি, উনাদের এই ব্যাপার গুলো ক্লিয়ার করা উচিত।