নতুন বছরের আগমন

new-years-day-9165857_1920.jpg

Source

প্রথমেই সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাতে চাই হ্যাপি নিউ ইয়ার ২০২৫। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় নতুন বছর মানে নতুন নতুন সুযোগ, নতুন নতুন সম্পর্ক এবং নতুন নতুন ভালোলাগা এবং মন্দ লাগা। সব মিলিয়েই আমাদের এই জীবনে বেঁচে থাকতে হবে। জীবনের মধ্যে উত্থান পতন রয়েছে। আপনার প্রত্যেকটি সময় আপনার জ্ঞানকে কাজে লাগাতে হবে নতুন নতুন জ্ঞান আহরণ করতে হবে এবং নতুন নতুন কাজ করার আগে সেই কাজ সম্পর্কে আপনার অবশ্যই বেসিক অভিজ্ঞতা ধারণ করতে হবে। তাহলেই হতো ভালো কিছু করা সম্ভব।

এইতো ২০২৪ সালের বর্তমানে একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছি। এই পর্যায়ে থেকে আমি এটা বলতে চাই এই বছরটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। এই বছরে বেশ কয়েকটি ভুল করেছি, আবার নতুন নতুন শিক্ষা অর্জন করেছি। সব মিলিয়ে এই বছরটি আমার জন্য অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। তবে এটাও আশা করছি আগামী বছরের হয়তো এর থেকে ভালো কিছু হবে এবং এর থেকেও ভালো কিছু আমার জীবনে আসবে, এটাই সব সময় প্রত্যাশা করছি।

আসছে বছরে আমার ব্যক্তিগতভাবেও কিছু পরিকল্পনা রয়েছে তবে এই বর্তমান ২০২৪ সালে এমন কিছু ধাক্কা খেয়েছি এমন কিছু অভিজ্ঞতা হয়েছে। যেগুলো হয়তো কখনোই ভুলতে পারবো না। যা হয়তো মৃত্যুর আগ দিন পর্যন্ত আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। সবমিলিয়ে আমি চাইনা কখনোই আর ২০২৪ সাল আমার জীবনে ফিরে আসুক। যদিও এটা কখনো প্র্যাকটিক্যালি সম্ভব নয়। তারপরও মনে খোপ থেকে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি। নতুন বছরে নতুন ভাবে সবকিছু শুরু করব নতুন ভাবে নিজেকে গুছিয়ে নেব। নিজের পরিবারকে গুছিয়ে নেব। সবমিলিয়ে এটাই সৃষ্টিকর্তার কাছে আবেদন জানাচ্ছি। যাইহোক নতুন বছরের আবারো সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ।

ABB.gif

Sort:  
 7 days ago 

মূলত মানুষ কোন বিষয়ে তীব্র কষ্ট পেলে সেই বিষয়ের ক্ষোভটা মনের মাঝে থেকে যায় হয়তোবা ২০২৪ সালে এমন কিছু বিষয়ে কষ্ট পেয়েছেন যেটা আপনাকে খুব ব্যথা দিয়েছে যার কারণে এতটা তীক্ষ্ণ কথাগুলো লিখেছেন।

 4 days ago 

সাধারণত আমরা যে-ই বছর বেশি কষ্ট পাই কিংবা যে-ই বছরটা অনেক ঝামেলায় কাটে আমাদের, সেই বছরটাকে আমরা ফিরে পেতে চাই না। তাছাড়া সেই বছরটাকে আমরা মনেও করতে চাই না। তবে খারাপ সময় থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের এগিয়ে যাওয়া উচিত। এতে করে জীবনে সফলতা অর্জন করা যায়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.031
BTC 84307.09
ETH 1988.19
USDT 1.00
SBD 0.77