কারো কাছে কখনো কিছু আশা করবেন না...❤️‍🩹

question-mark-4682731_1920.jpg

Source

প্রত্যাশা কিংবা এক্সপেক্টেশন এইটি মানুষের জীবনে যত কম থাকবে সে মানুষ ততটা বেশি খুশি জীবনযাপন করতে পারবে। জীবনে নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যখন মানুষের কাছে কোন কিছু প্রত্যাশা করা কিংবা আশা করা নিয়ে সবকিছু থাকবে না। বরঞ্চ নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যেন নিজের সব আশা প্রত্যাশা কিংবা ইচ্ছে গুলো নিজেরাই আমরা পূরণ করতে পারি।

প্রত্যাশা বিষয়টাকে ব্যক্তিগতভাবেই আমি অনেক ঘৃণা করি। কারণ আমি যতবারই প্রত্যাশা করেছি ততবারই বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে কষ্ট পেয়েছি এবং সেই কষ্টটা আসলে বুঝে উঠাতে পারবো না। কিন্তু এখন যখন নিজের পায়ে একটু দাঁড়াতে শিখেছি এবং নিজের ছোট ছোট ইচ্ছাগুলো নিজে এভাবেই পূরণ করার চেষ্টা করছি। এর মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করে যেটা আসলে অন্য কারো কাছ থেকে গিফট পাওয়া বা প্রত্যাশা করে নেওয়াটা তার মধ্যে এতটা বেশি আনন্দ কাজ করে না।

এই যে প্রত্যাশা এটা শুধুমাত্র টাকা কিংবা গিফটের মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে জড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের সম্পর্ক, জীবন ধরনের পারিবারিক বন্ধন এবং সামাজিক বন্ধন। এই বিষয়গুলো থেকে যতটা দূরে থাকা যায় ততটাই আমি মনে করি নিজেদের জন্যই ভালো। কারণ একটি প্রত্যাশা যখন জন্ম নেয় এর সাথে সাথে আরো অনেকগুলো প্রত্যাশা জন্ম নিতে শুরু করবে। যখন একটি পূরণ হবে কিন্তু বাকিগুলো সেভাবে পুরো নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি অনেক বেশি ব্যথা পেতে পারেন। তাই তো নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে নিজের আশা-আকাঙ্ক্ষা কিংবা প্রত্যাশা নিজেই যেন আমরা পূরণ করতে পারেন। আপনার কি মনে করেন সেটা অবশ্যই মন্তব্যে জানাতে পারেন, ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.031
BTC 85259.28
ETH 1915.67
USDT 1.00
SBD 0.74