শৈশবের ডিসেম্বর
আমাদের একটা ডিসেম্বর ছিল। ডিসেম্বর মাসে আমরা সব সময় চেষ্টা করতাম নিজের শৈশবটাকে উপভোগ করার জন্য। যে ডিসেম্বরে আমাদের পড়াশোনা কোন চাপ ছিল না। শুধুমাত্র ছুটি আর ছুটি ছিল। সবমিলিয়ে এতটাই ব্যস্ত সময় পার করতাম মনে হতো নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কিন্তু বর্তমানে এতটা সমস্যার মধ্যে এবং এতটা দুশ্চিন্তার মধ্যে থাকি সে সবগুলো অনুধাবন করার মতই সময় হয়ে ওঠেনা।
ডিসেম্বর মাসের সব থেকে বড় সমস্যাটা ছিল সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষা। এরপরে বিভিন্ন ধরনের ছুটি থাকত। যেহেতু আমাদের ডিসেম্বর মাসে শীতকাল থাকবে সেই সময় বিভিন্ন ধরনের পিঠা কিংবা বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো। এছাড়াও আমাদের অঞ্চলের সেই সময়ে বিভিন্ন ধরনের মেলা বসতো। সবমিলিয়ে এতটা ভালো সময় অতিবাহিত করতাম। অন্যকেউ এটা আসলে এখন ফিল করতে পারবে না। ডিসেম্বর মাস মানে ছিল মামার বাসায় যাওয়া, ডিসেম্বর মাস মানেই ছিল গুলো বন্ধু-বান্ধবের সাথে খেলা ধুলা। ডিসেম্বর মাস মানেই ছিল রাতের বেলা ব্যাডমিন্টন খেলা বন্ধু-বান্ধবের সাথে। সব মিলিয়ে এতটা ভালো সময় অতিবাহিত করতাম যেগুলো এখন কল্পনা করতেও অনেকটা ভালো লাগে। কিন্তু দুর্ভাগ্য বিষয় সে সব দিনগুলো আর কখনোই আমাদের জীবনে ফিরে আসবেনা।
ডিসেম্বর মাসের সবথেকে মজার বিষয় কি ছিল জানেন, সেটা হচ্ছে ৩১শে ডিসেম্বরের ছোটখাটো পিকনিক। আগে তো হাতে টাকা পয়সা খুব বেশি একটা ছিল না। কিন্তু তারপরও আমাদের সকলের জীবনেই একটা আনন্দঘন মুহূর্ত ছিল। বাসা থেকেই ডাল চাল সব নিয়ে এসে খিচুড়ির মতো রান্না করে পিকনিক খেতাম। সেই দিনগুলো কতই না মধুর ছিলো সেই দিনগুলো এখন খুব বেশি মিস করি। যদিও সে সময় টাকা পয়সা ছিল না তবে আনন্দের কোন কমতি ছিল না। আপনাদের ডিসেম্বর মাস গুলো কেমন কেটেছে শৈশবে? সেটা অবশ্যই মন্তব্যে জানাতে পারেন, ধন্যবাদ সবাইকে।
আমি যদি আমার নিজের ব্যক্তিগত কথা শেয়ার করি সেক্ষেত্রে ডিসেম্বর মাসের কয়েকদিন পেরোতেই স্বপ্ন দেখতাম পরীক্ষা শেষ করে কি কি কাজ করব কোথায় কোথায় ঘুরতে যাব হা হা হা।
শৈশবের ডিসেম্বর মাসটা ছিলো একেবারে রঙিন। কারণ তখন পড়াশোনার কোনো চাপ থাকতো না। বরং সারাক্ষণ খেলাধুলা করতাম এবং সবাই মিলে হৈ-হুল্লোড় করতাম। সেই দিনগুলো সত্যিই খুব মিস করি। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
শৈশব মানেই আনন্দ আর আনন্দ। প্রতিটি মানুষেই কম বেশি বলে থাকেন, আবার যদি শৈশবে ফিরে যেতে পারতাম!! তবে সবার কাছেই ডিসেম্বর মাসটা অন্য রকম। পরীক্ষা শেষে পড়া লেখার চাপ থাকত না। বন্ধু-বান্ধবের সাথে ঘুরাঘুরি-আড্ডা। আর এই সময়টাতে আত্মীয় স্বজনের বাড়ীও ঘুরে আসা হতো। আনন্দময় ছিল সেই দিন গুলো। শৈশবের ডিসেম্বর শিরোনামে পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্যা আপনাকে অনেক ধন্যবাদ।