বছরের শেষ দিন

the-end-1544913_1920.jpg

Source

যখন আমি এই পোস্টটা লিখছি তখন আনুমানিক রাত এগারোটা বেজে তিরিশ মিনিট। ২০২৪ সালের আর মাত্র ৩০ মিনিট বাকি রয়েছে। এই সময় বসে এই পোস্টটি লিখতে বসেছি এবং কল্পনা করছি এই ২০২৪ সালে কত কিছুই হারিয়েছি আবার কত কিছুই না পেয়েছি। সবকিছু হিসাব মিলাতে বসেছিলাম তবে যেটা হিসাব করে বের করলাম পাওয়ার চাইতে হারানোর বিষয়টি বেশি মনে হচ্ছে এই ২০২৪ সালে। এমন কিছু হারিয়েছি এবং এমন কিছু পেয়েছি যেটা হয়তো অনেকেই কল্পনাও করতে পারবেন না। 2024 সাল আমার জন্য জীবনের সবথেকে স্মরণীয় একটি বছর হয়ে থাকবে। এই বছরে নিজের প্রিয় মানুষকে হারিয়েছি আবার অপর একটি প্রিয় মানুষকেও গ্রহণ করে নিয়েছি।

আজ সারাদিনই তেমন বিশেষ কিছু করিনি। বর্তমানে বাসায় রয়েছি মা-বাবার সাথে রয়েছি এবং পরিবারের সাথে সময় কাটাচ্ছি। এটাই আমার জন্য অনেক বড় একটি পাওয়া। কারণ গত নয় বছর ধরেই ঢাকার জীবন যাপন আর ভালো লাগছে না। এইতো আর কয়েকদিন পরে আবারও সেই ব্যস্ত নগরীতে ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে সেই জন কোলাহলপূর্ণ জায়গায়। যেটা আসলে আমার ব্যক্তিগতভাবে খুব একটা বেশি ভালো লাগে না।

আসন্ন বছরে আমি এমন কিছু সিদ্ধান্ত নিতে চলেছি যেটা হয়তো নিজের জীবনের কিছু মোড় ঘুরিয়ে দিতে পারে। নিজের জীবনের ক্যারিয়ারের অনেকটা পথ তৈরি করে দিতে পারে। সাধারণত মানুষেরা গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু আমি শহর থেকে গ্রামে আসার সিদ্ধান্ত নিচ্ছি। জানিনা সেটা কতটুকু সফল হবে। তাই এই বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে এ ধরনের সিদ্ধান্ত নেওয়াটা কেন জানি একটু অন্যরকম মনে হচ্ছে। যাইহোক সবকিছু সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়েই নিজের প্ল্যানিং মত চলার চেষ্টা করছি। জানিনা ভবিষ্যতে কি হবে! তবে আশা করছি সৃষ্টিকর্তা যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন, ধন্যবাদ।

ABB.gif

Sort:  
 yesterday 

হ্যাঁ কিছু ক্ষেত্রে মানুষের সিদ্ধান্ত তার জীবনটাকে বদলে দিতে পারে নতুন বছরের উপলক্ষে এই পোস্টটি লিখেছিলেন। ২০২৫ সাল আসার ঠিক আধা ঘন্টা আগে পোস্ট লেখা শুরু করেছিলেন তার আঙ্গিতে কিছু কথা উল্লেখ করেছেন বেশ ভালো লাগলো।

 yesterday 

কিছু কিছু সিদ্ধান্ত রয়েছে যে সিদ্ধান্তগুলো নতুন করে জীবন সাজাতে পারে। আমার স্টাডিজ লাইফে এমনটা হতো নতুন বছরে নতুন করে সাজিয়ে তুলব এবং নতুন করে লেখাপড়া টাকে গুছিয়ে আনবো খুব সহজে অল্প সময়ের মধ্যে এমন প্লান পরিকল্পনা থাকতো। বিভিন্ন বিষয় মানুষের বিভিন্ন প্ল্যান থাকে এটাই স্বাভাবিক।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.031
BTC 84307.09
ETH 1988.19
USDT 1.00
SBD 0.77