শৈশবের শীতকাল
প্রত্যেকের জীবনে শীতকাল একটি বড় অংশ হিসেবে রয়েছে। কারণ আমাদের শৈশবটা ছিল এমন একটি সময় যে সময়টা বার্ষিক পরীক্ষা হতো এই শীতকালে এবং এই পরীক্ষা দিতে যে যে সব ঘটনা হতো সেটা আসলে বলে বোঝাতে পারবো না। যেহেতু বার্ষিক পরীক্ষা শীতকালে হত সেহেতু শীতকালে লেখালেখি করাটা আমাদের পক্ষে অনেক কষ্ট হয়ে যেত। বারবার দুহাত ঘষাঘষি করে হাত একটু গরম করার চেষ্টা করতাম। হয়তো আপনারা যারা উত্তরবঙ্গে বসবাস করেছিলেন হয়তো সে সময় অন্য জায়গায় তেমন একটা বেশি ঠান্ডা পড়তো না। উত্তরাঞ্চলে মাত্রা অতিরিক্ত ঠান্ডা পড়তো। গরম পানি ছাড়া সে সময় গোসল করা যেত না।
শীতকালে বিভিন্ন ধরনের খেলাধুলাও করতাম। সে সময় ক্রিকেট খেলাটা বন্ধ করে আমরা ব্যাডমিন্টন খেলা শুরু করতাম। যখন শৈশবে ছিলাম তখন তো আসলে আমাদের সামর্থ্য ছিল না ব্যাডমিন্টন কেনার কিংবা ব্যাডমিন্টন খেলার। তখন আমরা বড় ভাইদের ব্যাডমিন্টন খেলার পাশেই হালকা একটু আলো আসতো। সেই আলোতেই আমরা ব্যাডমিন্টন খেলতাম। সে সেই দিনগুলো আসলে ভোলার মত নয়। তখন হয়তো রিসোর্সেস কিংবা হাতে টাকা পয়সা খুব একটা বেশি ছিল না কিন্তু আনন্দ অনেক ভরপুর ছিলো।
শীতের সময় শৈশব বলতেই একটি আনন্দঘন মুহূর্ত পার করতাম। যেই সময়টাতে পড়াশোনার কোন চাপ ছিল না। আর না ছিল অন্য কোন টেনশন। শুধু খেলাধুলার খাওয়া-দাওয়া আর পর্যাপ্ত পরিমাণে ঘুম। এ সময়ে স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে সকাল সকাল উঠতে হয় না। কোন ধরনের প্রাইভেট বা টিউশনি ছিল না। সব মিলিয়ে একটা স্বর্গীয় সময় অতিবাহিত করতাম সেই শৈশবের শীতকাল গুলো। আপনাদের কি কোন শৈশবের স্মৃতি রয়েছে? তাহলে অবশ্যই মন্তব্যে জানাতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি, আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।