এটাই জীবন ❤️

beach-3936382_1920.jpg

Source

আপনাদের কারো কি মনে আছে আপনি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করলেন তখন আপনার আমার কি অবস্থা ছিল? তখন আমরা সকলেই নগ্ন ছিলাম, কান্না করছিলাম এবং অন্যের উপরে নির্ভরশীল ছিলাম। একটি বিষয় কল্পনা করে দেখুন আমরা যখন এই পৃথিবী থেকে চলে যাব তখনও আমাদের কিছুই থাকবে না। অন্যরা আমাদেরকে গোসল করিয়ে দিবে অন্যরাই আমাদেরকে সাজিয়ে দেবে শেষ যাত্রার জন্য।

ছোটবেলায় যখন আমরা কথা বলতে পারিনা তখন আমাদের আশেপাশের মানুষেরই আমাদেরকে কথা শিখিয়েছে। সেই মানুষেরাই আমাদেরকে আস্তে আস্তে বড় করে তুলেছে এবং সেই সময়ে সেসব কাছের মানুষেরাই আমাদের শেষ বিদায়ের সময় তারাই আসবে এবং তারাই আমাদের শেষ বিদায়ের কাজগুলো করবে। এর থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি কিংবা কি শিক্ষা গ্রহণ করতে পারি? বিষয়টা কিন্তু অনেকটাই গভীরতর বিষয়।

আমরা খালি হাতে এসেছি এবং খালি হাতেই এই পৃথিবী ছেড়ে চলে যাব। এই ছোট্ট জীবনে কত ধরনের মারামারি কত ধরনের হিংসা বিদ্বেষ কত সম্পদ সবকিছু নিয়েই একটি হ য ব র ল সমাজ গঠন হয়েছে। কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে চায় না। এই একটু জমির জন্য কত মানুষের জীবন চলে গেছে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, নিজের মাকে অনেকেই দেখতে পারে না। এসব বিষয়গুলো কোন কিছুই খুব একটা বেশি গুরুত্ব রাখেনা যখন আমরা এই আমাদের জীবন ছেড়ে চলে যায়।

এটাই তো আমাদের প্রকৃত জীবন। এটাই হচ্ছে জীবনের প্রকৃত মানে। এই ছোট্ট জীবনে আমরা কি করছি সেটাই সবথেকে বড় গুরুত্বপূর্ণ কাজ। আমরা যদি এটা ভেবে থাকি যে আমরা খালি হাতে এসেছি এবং খালি হাতেই ফিরে যাবো তাহলে হয়তো অপকর্মের হাত থেকে বেঁচে যাব। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাতে পারেন, ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 93498.46
ETH 1763.53
USDT 1.00
SBD 0.86