নিজেকে জানো

paper-3111146_1920.jpg

Source

আপনারা অনেকেই ভাবতে পারেন নিজেকে আর জানার মত কি রয়েছে? আমি ব্যক্তিগতভাবেই নিজেকে সম্পূর্ণটাই জানি। তবে আপনি কি জানেন এটা আমাদের সকলের ভুল ধারণা। আমাদের মধ্যে এমন কিছু বিষয় বস্তু রয়েছে যেগুলো শুধুমাত্র আমাদের কাছের বন্ধু-বান্ধব কিংবা আমাদের কাছের মানুষজন ছাড়া কেউ অনুভব করতে পারে না। এমনকি আপনি নিজেও পারেন না। এই বিষয়গুলো যখন আপনি ভালোভাবে বুঝতে পারবেন তখন আপনার কাছে সম্পূর্ণ পৃথিবীটাই একটু অন্যরকম বলে মনে হবে।

নিজের জীবনে এমন কিছু বন্ধুবান্ধব দরকার যে সব বন্ধু-বান্ধবেরা আপনাকে আপনার থেকেও বেশি জানবে। আপনার দোষ ত্রুটি গুলো আপনাকে বলবে এবং সেটা সংশোধন করে নেওয়ার জন্য আপনার চেষ্টা করবে। কারণ আমরা মানুষ মাত্রই ভুল করি এবং আমাদের কিছু কিছু ভুল আমাদের নিজের চোখেই পড়ে না। এই বিষয়গুলো একদম স্বাভাবিক এবং আমরা মানুষ মাত্র ভুল করব এটাও স্বাভাবিক তবে সে সেসব ভুলগুলো আইডেন্টিফাই করে সেগুলোকে রিকভার করা উচিত। যেন পরবর্তীতে সে ধরনের আর ভুল না হয়। কিন্তু ব্যক্তিগতভাবে সেই ভুলগুলো আমরা খুঁজে বের করতে পারি না। এর জন্য দরকার আপনার সহধর্মীনি কিংবা আপনার কোন কাছের বন্ধু।

নিজেকে জানার মধ্যেও অনেক কিছু রয়েছে। নিজের শারীরিক গঠন থেকে শুরু করে নিজেদের আচার ব্যবহার কিংবা রাগ হলে আপনি কি রকম বিহেভ করেন, এসব কিছু নিজেকে অবজারভেশন করতে হবে। আমরা মানুষকে তো অনেকটাই অবজারভেশন করি। মানুষের খুঁটিনাটি বিষয়গুলো জানার চেষ্টা করি, তাদের দোষ ত্রুটিগুলো বের করার চেষ্টা করি। কিন্তু কখনো কি নিজের দোষ ত্রুটি বের করার চেষ্টা করেছি? আমরা কখনো এটা করি না। এই বিষয়গুলো আমাদেরকে করতে হবে। মানুষ আমাদের দোষ ত্রুটি খুঁজে বের করার আগেই সে সবগুলো আইডেন্টিফাই করে আমাদেরকেই সেটা সমাধান করতে হবে। তাহলেই হয়তো ভালো মানুষ হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.032
BTC 84145.13
ETH 1857.33
USDT 1.00
SBD 0.71