ভালোবাসলে নির্লজ্জের মতো বাসো..!❣️🌼

sunset-7931854_1280.jpg

Source

পোষ্টের টাইটেলটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে আপনাদের কাছে। তবে এটাই কিন্তু বাস্তব সত্য যে মানুষটাকে ভালোবাসা যায় তার কাছে লজ্জা কি কিংবা তার কাছে নিজস্ব বলতে কি রয়েছে! আমি এটা অবশ্যই বলি প্রত্যেকটা মানুষের নিজস্ব পার্সোনালিটি আছে কিন্তু যখন আপনি একটি সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন তখন যদি আপনি আপনার কাছের মানুষদের সাথে সবকিছু শেয়ার না করেন সে ক্ষেত্রে তিক্ততা বেড়ে যাবে সম্পর্কের মধ্যে।

সবসময় এটা মনে করতে হবে যে মানুষটা আমার কাছের মানুষ যে মানুষটা আমার জীবনসঙ্গিনী। হয়তো তার দেহটাই আলাদা। এছাড়া মন মস্তিষ্ক সব কিছুই এক। এই বিষয়টা যারা কল্পনা করতে পারে কিংবা বাস্তবে রূপান্তরিত করতে পারে তাদের জন্য নির্লজ্জতা কিংবা ভালোবাসার মধ্যে আবেগ ও রাগ অভিমান এসব কিছু সাধারণ একটি বিষয়। আমরা কি কখনো নিজের উপর বেশিক্ষণ রাগ করে থাকি? কখনোই কিন্তু সেটা থাকতে পারিনা। সেভাবেই নিজের কাছের মানুষটাকেও সেভাবে চিন্তাভাবনা করতে হবে এবং সেভাবেই ট্রিটমেন্ট করতে হবে। তাহলেই দেখবেন আপনাদের সম্পর্কে যতই ঝগড়া কিংবা বিভাগ সৃষ্টি হোক না কেন দিনশেষে আপনার দুজন এক হয়ে থাকবেন।

ভালোবাসা একটি মধুর সম্পর্ক। এই সম্পর্ক যারা ছিন্ন করে না যে মানুষটা ভালোবাসার আর সম্পর্ককে আবদ্ধ করে রাখে। আর যাই হোক না কেন সেই মানুষটা খারাপ হতে পারে না। এই বিষয়টা আমিও মনেপ্রাণে বিশ্বাস করি। জীবনে যাইহোক না কেন নিজের কাছের মানুষ যতই ভুল করে যাক না কেন, সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করতে হবে এবং তাকে সবসময় সাপোর্ট করতে হবে। ভুল, ভাল, খারাপ সবকিছুই দেখিয়ে দিতে হবে এবং নিজের কাছে আপন করে নিতে হবে। এখানে আসলে নির্লজ্জতার কিছু নেই বরঞ্চ এটাই হচ্ছে ভালোবাসা প্রকৃত মানে। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাতে পারেন, ধন্যবাদ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 93701.74
ETH 1799.16
USDT 1.00
SBD 0.86