ইন্টারনেটের আগের পৃথিবী
আমি তখন খুব ছোট ছিলাম ক্লাস ওয়ানে কিংবা ক্লাস টু এ পড়তাম। তখন স্কুল থেকে এসেই আমরা আমি খাওয়া-দাওয়া করতাম এবং বিকেলে আমার মা আমাকে রেডিওতে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিত। সেসব মধুর মুহূর্ত গুলো এখনো আমার স্পষ্ট মনে আছে। সে সময়ে আমরা বিকেল বেলা ঘুম থেকে উঠতাম, আমার বাসার পাশেই বিরাট বড় এক খেলার মাঠ ছিল সেখানে সকল বন্ধু-বান্ধব মিলে একত্রিত হয়ে খেলতাম। অপরদিকে আমাদের আশেপাশের মা বোনেরা সবাই একত্রিত হত এবং সবাই মিলে আড্ডা মাস্তি করতো। সেই বিষয়গুলো কখনোই ভুলবার নয়।
তখনকার সময়টা অনেকটাই মধুর ছিল, তখন পারিবারিক মূল্যায়নবোধ ছিল, একে অপরের খোঁজখবর নেওয়াটা দৈনন্দিন রুটিন এর মধ্যে পড়তো। আমাদের আশেপাশের মানুষের কার কি সমস্যা হচ্ছে, কে কোন সমস্যার মধ্যে আছে সেসব সমস্যাগুলো আমরা শোনার চেষ্টা করতাম এবং অনেক ক্ষেত্রে সেসব জায়গাগুলো থেকেও আমরা সাহায্য করার চেষ্টা করতাম। কিন্তু বর্তমানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে আমার পাশের ফ্ল্যাটে কে থাকে সেই বিষয়টাও আমরা কিন্তু জানতে পারি না।
ইন্টারনেট আসার আগে আমাদের মধ্যে সামাজিক বোধ ছিল, আমাদের মধ্যে ভালোবাসা ছিল, আমাদের মধ্যে দায়িত্ববোধ ছিল, সেই বিষয়গুলো কেন জানি আস্তে আস্তে কমে যাচ্ছে। আসলে এটা ইন্টারনেটের দোষ দিলে হবে না। এখানে আমাদের নিজস্ব মন-মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। এখনো অনেক মানুষ দেখা যায় সন্ধ্যার পরে সব বন্ধুরা মিলে ইন্টারনেট ছাড়াই আড্ডা দেওয়ার চেষ্টা করে। কিন্তু বর্তমানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে বিভিন্ন ধরনের গ্রুপ হয়ে গেছে। সেই গ্রুপেই চ্যাটিংয়ের মাধ্যমে কিংবা ভিডিও কলের মধ্যে আড্ডা চলে। এই বিষয়টাও আমাদের জন্য সুবিধা কর কিন্তু তারপর সরাসরি দেখা করে আড্ডা দেওয়া এর মধ্যে একটা আলাদা আন্তরিকতা কাজ করে।
আপনারা কি মনে করেন ইন্টারনেট আসার আগের দিন ভালো ছিল নাকি ইন্টারনেট আসার পরে দিনগুলো ভালো হয়েছে? সেটা অবশ্যই মন্তব্যে জানাতে পারেন। আজকের মত এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ।