একদিন বাড়ি ছাড়লাম তারপর আর ওরকমভাবে বাড়ি ফেরা হয় নি 🖤
২০১৫ সালে আমার আমি বাসা ছেড়েছি কিন্তু এরপরে আর সেভাবে বাসা ফেরা হয়নি। এর ব্যক্তিগতভাবে অনেক কারণ রয়েছে। কারণ আমাদের এই শিক্ষা ব্যবস্থা এমন একটা পর্যায়ে চলে এসেছে, ভালো শিক্ষা নিতে গেলে উন্নত জায়গায় পড়াশোনা করতে গেলে কিংবা নিজের ক্যারিয়ার গঠন করতে গেলে অবশ্যই নিজের মাতৃভূমি ছেড়ে নিজের পরিবার ছেড়ে অনেকটা দূরে গিয়ে পড়াশোনা করতে হয়। কিন্তু যে ছেলেটা একবার পড়াশোনার তাগিদে নিজের ক্যারিয়ার গড়ার তাগিদে বাসা ছাড়ে, সে আর কোনোভাবেই বাসায় তেমনভাবে ফিরতে পারে না। এই বিষয়টা আপনাদের কাছে একটু অন্যরকম মনে হলেও কিন্তু যারা বাইরে বছরের পর বছর রয়েছে তারা খুব ভালোভাবেই অনুধাবন করতে পারবেন।
প্রথম প্রথম খুবই কষ্ট হতো নিজের পরিবার ছেড়ে থাকতে তারপরও নিজেকে সামলে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এক এক বছর করে অতিক্রম করে আজ প্রায় ১০ বছরের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি। এইতো ২০২৫ সালের মধ্যেই ১০ বছর পূর্ণ হয়ে যাবে আমি বাসা ছেড়েছি। তবে বাসায় আর তেমনভাবে ফিরতে পারেনি বাসায় মাঝে মাঝে ঈদের ছুটিতে আসি, পুজোর ছুটিতে আসি এরপরে ছুটি শেষ হলে আবার সেই ব্যস্ততম নগরীতে ফিরে যেতে হয়। তবে আমি ব্যক্তিগতভাবে একটি সিদ্ধান্ত নিয়েছি। সেই পরিকল্পনা মত যদি সবকিছু করতে পারি তাহলে হয়তো ২০২৫ সালেই আমি রাজধানীর ছেড়ে আবারো আমার বাসায় ফিরে আসবো, আমার মাতৃভূমি ফিরে আসবো।
এক বছর আগেই একটি চাকরিতে জয়েন করেছিলাম সেখানে বছরখানেকের মত কাজ করেছি। আমি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার যদি এখনো পড়াশোনা শেষ হয়নি পড়াশুনো দুই হাজার পঁচিশ সালের মধ্যেই শেষ হয়ে যাবে। এর পরেই আমি চিন্তা করেছিলাম চাকরি করব কিন্তু চাকরির জায়গায় যে একটি অবস্থা দেখেছি এতে করে চাকরি আমার দ্বারা হবে না। বরং চাকরিটা সেখানে করেছি ব্যবসার উদ্দেশ্যেই করেছি। বিভিন্ন ধরনের ব্যবসা করতে গেলে আমার কোন কোন বিষয়গুলো জানা দরকার কোন কোন বিষয়ে অভিজ্ঞতা গ্রহণ করা দরকার সেজন্যই মূলত চাকরিটা করেছিলাম। যেহেতু সেটা মোটামুটি অর্জন করতে পেরেছি তাই সিদ্ধান্ত নিয়েছি পড়াশোনা শেষ করে আমাদের এলাকাতেই সে ধরনের কোন বিজনেস দার করতে পারবো কিনা।
যে মাটিতে জন্ম নিয়েছি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই এবং সেই এলাকায় নিজের বসতি ঘুরে তুলতে চাই। অন্যান্য মানুষের মতো ঢাকায় সারা জীবন বসবাস করে নিজের জীবনটাকে অতিবাহিত করতে চাই না। এটা খুব বড় একটি সিদ্ধান্ত হবে জানিনা এটাতে কতটুকু সফল হতে পারব। তবে আপনারা যদি দোয়া করেন এবং সৃষ্টিকর্তা যদি চায় তাহলে অবশ্যই সেটা করতে পারবো। আজকের আজকের মত এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।