নিজের পরিবারের যত্ন নিন

family-7392843_1920.jpg

Source

পৃথিবীতে এমন কোন বাবা মা নেই যে এই বাবা-মার নিজের সন্তানকে ভালোবাসে না। একটি সন্তানকে লালন পালন করে বড় করে। কত যত্নে কতটা কোমল ভাবে সেই সন্তানকে বড় করেন কিন্তু যখন সেই সন্তানেরা সেসব মায়েদের বাবাদের অবাধ্য হয় এবং বাবাদের বিরুদ্ধে যে কথা বলে তখন সেটা সমাজের চোখে যেমন নিন্দনীয় কাজ তেমনি একটা মানবিক দিক থেকেও অনেক বড় নিন্দনীয় কাজ। এই বিষয়গুলো যদি হতো না তাহলে হয়তো পৃথিবীতে কোন বৃদ্ধাশ্রম বলে কোন বিষয় থাকতো না। কিন্তু বর্তমানে এই বৃদ্ধশ্রমের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এতে করে আমাদের সমাজে কি বিষয়গুলো পরিলক্ষিত হচ্ছে, একবার কি আমরা ভেবে দেখেছি?

আবার এমন অনেক মানুষ রয়েছে যারা নিজের বাবা মাকে মাথায় তুলে রাখে। নিজের বাবা-মার কথায় কখনো অবাধ্য হয় না। নিজের পরিবারকে সব সময় আগলে রাখে। আমাদের এই সমাজে দুই ধরনের মানুষই রয়েছে। কেউ বা ভালো কিন্তু কেউ বা খারাপ। এই যে বিষয়গুলো এগুলো কিন্তু বেশিরভাগ উপলব্ধি করা যায় বিয়ের পরে। বিয়ের পরেই সাধারণত অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। এর অনেকগুলো কারণ রয়েছে সেগুলো আসলে সেভাবে বলে উঠতে পারছি না। কারণ এই বিষয়গুলো আপনারা সকলেই অনেক ভালো জানেন। কিন্তু তারপরও এমন একটি বিষয়গুলো যেটা সব সময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের নিজের পরিবার যেন সবসময় ঠিক থাকে, আমাদের বাবা-মা যেন সবসময় আমাদের সাথে থাকে, এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে।

মাঝে মাঝে বিভিন্ন ধরনের সিনেমা মুভি আমরা দেখে থাকি, যেখানে নিজের পরিবারের সাথে কাটানো মুহূর্ত গুলো দেখানো হয়। যখন সেসব মুহূর্তগুলো আসে বিশ্বাস করেন আমি আমার নিজের পরিবারকে সেখানে অনুভব করি। আমার নিজের পরিবারের সাথে থাকতে পারাটা আমি নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করি। এই তো কয়েকদিন পরে আমার বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু এসব বিষয় নিয়ে ব্যক্তিগতভাবেই আমি অনেক চিন্তিত রয়েছি। আশা করছি আল্লাহ তায়ালার অশেষ কৃপায় সবকিছু ভালো হবেই হবে এবং আমি আমার পরিবারকে নিয়ে সবসময় ভালো থাকার চেষ্টা করব। আমাদের জন্য সবাই দোয়া করবেন, ধন্যবাদ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.24
JST 0.031
BTC 79842.17
ETH 1572.50
USDT 1.00
SBD 0.64